28 July 2018

কমলগঞ্জে পৃথক অপহরণের ঘটনায় আটক ৪ অপহৃত ২ কিশোরী উদ্ধার


মুহম্মদ তাজুদুর রহমানঃ গত ২৭ জুলাই ২০১৮ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় মোছাঃ পারুল বেগম (৫০) স্বামী-মৃত জাকির হোসেন, সাং-গোবর্ব্ধনপুর, ০৪নং ওয়ার্ড, বর্তমানে ভানুগাছ বাজার ০৭নং ওয়ার্ড,কমলগঞ্জ পৌরসভা, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজর এর নাবালিকা মেয়ে মোছাঃ সনিয়া বেগম (১৫) কে কমলগঞ্জ থানাধীন ভানুগাছ বাজারস্থ জনৈক রাসেল হাসান বক্স এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১বাবু মিয়া প্রকাশ মোঃ মন্না বক্স (১৮), পিতা- মোঃ আজাদ মিয়া প্রকাশ আজাদ বক্স,সাং-বালিগাঁও, আব্দুল মোমিন মিয়া (২০) পিতা-রফিকুল আলম প্রকাশ আকরাম, সাং-বটেরতল, জাহিদ হাসান সোহাগ (১৯) পিতা-আব্দুল হাই চৌধুরী আদিল, সাং-ধলাইর পাড়, সর্বথানা- কমলগঞ্জ, মৌলভীবাজারগন একটি সিএনজি অট্রোরিক্স যোগে জোর পুর্বক অপহরন করিয়া নিয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার গণ ধর্ষণ করে

অত্র থানাধীন বটেরতল বাজার নামক স্থানে নির্জন জায়গায় নামাইয়া দেয়পরবর্তীতে ভিকটিম মোছাঃ সনিয়া বেগম (১৫) এর মা থানায় আসিয়া বিষয়টি কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোকতাদির হোসেন, পিপিএম সাহেবকে অবহিত করিলে অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশক্রমে কমলগঞ্জ থানার অফিসার ও ফোর্সের সহায়তায় ভিকটিম মোছাঃ সনিয়া বেগমকে উদ্ধার করা হয়। 

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হইয়া উপরোক্ত আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব কমলগঞ্জ থানার মামলা নং-২৫, তাং-২৮/০৭/১৮ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৭/৯(৩) রুজু পূর্বক পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ নজরুল ইসলাম এর উপর তদন্তভার অর্পন করেন। 

পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ নজরুল ইসলাম মামলার তদন্তভার গ্রহন করিয়া ইং ২৮/০৭/১৮ তারিখ উপরোক্ত আসামীদের গ্রেফতার পূর্বক প্রতিবেদন সহ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করেন এবং সবিতা কর্মকার (৪৫) স্বামী-শরজন কর্মকার, সাং-চাম্পারায় চা বাগান (কলাবন ফাড়ী), থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করিয়া জানান যে, তাহার মেয়ে দিপালী কর্মকার (১৭) কে আসামী ১মোঃ রাজেন প্রধানিয়া (৩৫) পিতা-বাবুল প্রধানিয়া, সাং-এখলাছপুর, থানা-উত্তর মতলব, জেলা-চাঁদপুর এ/পি জালালীয় রোড শ্রীমঙ্গল, যমুনা ডিফু সংলগ্ন রেলওয়ে কলোনী, থানা-শ্রীমংঙ্গল, জেলা-মৌলভীবাজার সহ অজ্ঞাতনামা ২/৩ জন লোক তাহার মেয়েকে অপহরন করিয়া নিয়া গেছেউক্ত বিষয়টি অফিসার ইনচার্জ জনাব মোঃ মোকতাদির হোসেন, পিপিএম কমলগঞ্জ থানার মামলা নং-২৬, তাং-২৮/০৭/১৮ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৭/৩০ রুজু পূর্বক মামলাটি এসআই/কৃষ্ণ মোহন নাথ এর অর্পন করিলে তিনি আসামীর বর্তমান ঠিকানা হইতে ইং ২৮/০৭/১৮ তারিখ ভিকটিম দিপালী কর্মকার (১৭) সহ এজাহার নামীয় আসামীকে ধৃত করিয়া প্রতিবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরন করেন


শেয়ার করুন

0 facebook: