প্রতিকি ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলীতে ফের গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ ইমরান, শাহজাহান এবং কাউসার হালিম ওরফে মুন্না। গ্রেফতারকৃতরা সবাই পেশার সিএনজি চালক।
শুক্রবার গভীর রাতে নগরীর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্য ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল বলেন, শুক্রবার গভীর রাতে গণধর্ষণের শিকার ওই নারী স্বামীর সাথে রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিলেন। পেয়ে হেঁটে বাপের বাড়ি যাওয়ার পথে কয়েকজন সিএনজি টেক্সি চালক ওই নারীকে গণধর্ষণ করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে এবং এ ঘটনার ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
খবর বিভাগঃ
অপরাধ
চট্টগ্রাম বিভাগ
ধর্ষণ
বিভাগীয় সংবাদ
0 facebook: