![]() |
অপরদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এ অভিযোগ অস্বীকার করে বলেন, উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নগরবাসীকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।
নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী ভোট দিয়েছেন সকাল সাড়ে আটটার দিকে নগরীর ১৮ নং রায়নগরস্থ রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ সময় আরিফুল হকের সাথে ভোট দেন তাঁর মা আমেনা বেগম, স্ত্রী শ্যামা হক ও তাঁর মেয়ে। পরে সাংবাদিকদের আরিফ বলেন, আমি গতরাতে (রবিবার) শুনেছি সিলেট নগরীর দুইটি কেন্দ্রে রাতের বেলায় সিল মারা হয়েছে। তবে আমি এখনো আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমার বিজয় সুনিশ্চিত। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভোট কেন্দ্রগুলোতে আমার এজেন্টকে ঢুকতে দেয়া হচ্ছে না। তিনি বলেন, নির্বাচনে যদি অনিয়ম হয়, ফলাফল পাল্টে দেয়া হয়, তবে রাজপথ ছাড়বো না, প্রয়োজনে শাহাদাত বরণ করব।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সকাল পৌনে ৯টায় নগরীর ১৪নং ওয়ার্ডের কালীঘাটস্থ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।এসময় বদর উদ্দিন আহমদ কামরানের সাথে ভোট দেন তাঁর স্ত্রী আসমা কামরান।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কামরান বলেন, জনগণের রায় আমি মাথা পেতে নেবো। নৌকার পক্ষে নগরীতে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নগরবাসী উত্সব মুখোর পরিবেশে তাঁর ভোটাধিকার প্রয়োগ করছেন।"তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত।"তিনি আরো বলেন, "নৌকার গণজোয়ার দেখে বিএনপি প্রার্থী নগরবাসীকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত অবাধ ও সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন। নগরীর কোন কেন্দ্রেই ব্যালট পেপারে আগে থেকে সিল মারা হয়নি।
নগরীর ২৭ নং ওয়ার্ডের অভিনন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ভোটাররা লাইন ধরে ভোট দিতে দেখা যায়। এই কেন্দ্রে মোট ভোটার ২৫৬৬ জন। এর মধ্যে ১হাজার ৩২৬ জন। সকাল সোয়া ৯ টা পর্যন্ত প্রায় ৪শত ভোট কাষ্ট হয়েছে বলে জানান, সংস্লিষ্ট কর্মকর্তা সারওয়ার জাহান মাহমুদ। এছাড়া ৫ নং ওয়ার্ডের খাসদবির সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬ নং ওয়ার্ডে চৌকিদেখি আনোয়ারা মতিন প্রাথমিক বিদ্যালয়ে সুষ্টুভাবে লাইন ধরে ভোট দিতে দেখা যায় সকাল সোয়া ১০ টায়।
সিসিক নির্বাচনে মেয়র পদে অন্য যেসব প্রার্থী রয়েছেন তারা হচ্ছেন: নাগরিক ফোরামের প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি),সিপিবি-বাসদের মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা), সচেতন নাগরিক সমাজের মনোনীত প্রার্থী মো. এহছানুল হক তাহের (হরিণ)।
সিসিক নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নগরবাসীরা মনে করেন মূল লড়াই হবে নৌকা প্রতীকে নির্বাচন করা মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর মধ্যে।
0 facebook: