![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা এলাকায় আজও রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চতুর্থদিনের মতো বুধবার সকালে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।
সকাল ১০টার দিকে ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। একই সময়ে উত্তরার হাউজবিল্ডিং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। এর ফলে ওই এলাকায় সড়কে যান চলাচল হয়ে যায়।
সকাল ৭টার দিকে কাঁচপুর সড়কেও মিছিল-অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বেশ কয়েকটি বাসও ভাঙচুর করে।
এদিকে সকাল নয়টার দিকে মোহাম্মদপুরে শিক্ষার্থীরা মিছিল বের করেছে। যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়েছে ড. মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন।শিক্ষার্থীদের অবরোধের কারণে গতকালের মতো আজও ঢাকায় বাস কম দেখা যাচ্ছে। রাজধানীর যেসব সড়কে শিক্ষার্থীদের অবরোধ নেই সেসব জায়গাতেও আজ গণপরিবহন নেই। এ জন্য পরিবহন মালিকদের দায়ী করছেন যাত্রীরা। তারা বলছেন, বাস মালিকরা ইচ্ছে করেই পথে পরিবহন নামাচ্ছে না। যানবাহন চলাচলে অচলাবস্থার ফলে বিপাকে পড়েছেন রাজধানীর মানুষ।
বুধবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব জায়গায় বাস নেই। দু-একটা বাস চললেও তাতে যাত্রীতে ঠাসা। এর ফলে অফিসমুখী যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেঁটে ও রিকশায় যেতে হচ্ছে। এজন্য তাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা।গত রোববার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর বাসের চাপায় শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এর পর থেকেই শিক্ষার্থীরা ঘটনার বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও ঘাতক বাসচালকের ফাঁসিসহ নয় দফা দাবিতে এ বিক্ষোভ করছে তারা।
গত তিনদিনই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: