09 August 2018

টাকা দিয়ে প্রাথমিকে চাকরি পাওয়া অতীত ইতিহাসঃ গণশিক্ষা মন্ত্রী


স্বদেশবার্তা ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, অনেকেই বলেন টাকা ছাড়া কোন চাকরি হয় নাকেউ বলেন, প্রাথমিকে শিক্ষক হতে ১০ লাখ টাকা লাগেকিন্তু বাস্তবতা হচ্ছে টাকা দিয়ে কেউ প্রাথমিকে শিক্ষক হতে পারেন নাএটা অতীত ইতিহাসকেউ দুই কোটি টাকা দিলেও যোগ্য না হলে তিনি চাকরি পাবেন না

আজ সচিবালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিক সংগঠন ইরাবনেতৃবৃন্দের সাথে বৈঠককালে এসব কথা বলেন তিনি

মোস্তাফিজুর রহমান আরও বলেন, চাকরিতে ১ শত নম্বরের মধ্যে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা নেয় বুয়েটমাত্র ২০ নম্বর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকেকোন প্রার্থী মৌখিক পরীক্ষায় হাজিরা দিলেই তাকে কমপক্ষে ১০ নম্বর দেওয়া হয়পরীক্ষার মাধ্যমে দেওয়া হয় কিছু নম্বর

মন্ত্রী বলেন, প্রতারকরা চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়অথচ দেখা যায়, তাদের অনেকের নিজ যোগ্যতাতেই চাকরি হয়তখন ঐ ব্যক্তি পুরো টাকাই নিজের পকেটে নেনআর চাকরি না হলে পরে প্রার্থীর টাকা ফেরত দেনএমন প্রতারকদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন মন্ত্রী

গণশিক্ষা মন্ত্রী আরও বলেন, সারাদেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছেপ্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় আছেএমন কোনো স্থান নেই যেখানে দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেইতাই নতুন করে আর কোনো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার পরিকল্পনা নেই


শেয়ার করুন

0 facebook: