10 August 2018

খাগড়াছড়িতে বাস উল্টে চবির ২৫ শিক্ষার্থী আহত, পথচারী নিহত


স্বদেশবার্তা ডেস্কঃ সাজেক ভ্রমণে যাওয়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেনএছাড়াও ৪ জন গুরুতর আহত সহ অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে

শুক্রবার সকাল ১১ টার দিকে খাগড়াছড়ির আলুটিলায় এ ঘটনা ঘটে বলে জানা যায়

আহতদের মধ্যে ১১ জনের নাম পাওয়া গেছেতারা হল এহসান, হাসান, ইকবাল, রিয়াদুল ইসলাম, তাজিন, ইসরাত, আতাহার মাসুম, নয়ন দাশ, এহসান, সাব্বির, শারমিন আক্তারএরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী

যাত্রী শারমিন আক্তার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাবথেকে সাজেক ভ্যালি ভ্রমণের উদ্দেশে যাচ্ছিলামআমরা মোট ৪৫ জন যাত্রী ছিলামরাস্তায় গাড়িটি যান্ত্রিক ক্রটির কারণে বন্ধ হয়আমরা কি সমস্যা জানতে চাইলে ড্রাইভার কোন সমস্যা না বলে জানানপরে কিছুদূর যেতেই বাসটি উল্টে যায়এতে অন্তত ২৬ জন আহত হয়

এছাড়াও গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছেতবে তাদেরকে আশঙ্কামুক্ত ঘোষণা করেছে কর্তব্যরত চিকিৎসকআর বাকিদের খাগড়াছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছেবর্তমানে বাকিরা সকলই ক্যাম্পাসে নিরাপদে ফিরে এসেছে


'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার ক্লাবএর এডমিন সাদমান বলেন, গাড়িটি অতিরিক্ত যাত্রীবহণ করার কারণে পাথরে লেগে উল্টে যায়ঘটনায় ক্লাবের বেশ কিছু সদস্য আহত হয়তাৎক্ষণিকভাবে আহতদেরকে খাগড়াছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়পরে গুরুতর আহত ৪ জনকে চমেকে স্থানান্তর করা হয়


শেয়ার করুন

0 facebook: