আন্তর্জাতিক ডেস্কঃ একটি মসজিদ ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে এখন মুখোমুখি অবস্থানে চীনের নিংঝিয়া প্রদেশের কর্তৃপক্ষ ও মুসলমানরা।
বিতর্ক নিংঝিয়া প্রদেশের ওয়েঝু গ্রান্ড মসজিদটি নিয়ে। অনেকগুলো গম্বুজ সম্বলিত সুদৃশ্য মসজিদটি নির্মাণ করেছিল স্থানীয় মুসলিমরা। তবে কর্তৃপক্ষ বলছে যথাযত অনুমোদন নিয়ে এটি নির্মাণ করা হয়নি। এ নিয়ে এখন তুলকালাম হচ্ছে প্রদেশটিতে।বিবিসি।
মুসল্লিদের এক নেতা বলেন, ‘মসজিদে হাতও দিতে দেয়া হবে না সরকারকে।’
চীনে প্রায় ২৩ মিলিয়ন মুসলমানের বসবাস। মানবাধিকার কর্মীরা প্রায়ই দেশটিতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষদের ওপর নিপীড়নের অভিযোগ করে থাকেন।
মসজিদটি তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যের নির্মাণ রীতি অনুসরণে। অনেকে বলছেন এ কারণেই বৈরি প্রতিক্রিয়া দেখাচ্ছে কর্তৃপক্ষ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: