10 August 2018

মসজিদ ভাঙতে চায় চীন, মুসলিমদের বাধা


আন্তর্জাতিক ডেস্কঃ একটি মসজিদ ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে এখন মুখোমুখি অবস্থানে চীনের নিংঝিয়া প্রদেশের কর্তৃপক্ষ ও মুসলমানরা

বিতর্ক নিংঝিয়া প্রদেশের ওয়েঝু গ্রান্ড মসজিদটি নিয়েঅনেকগুলো গম্বুজ সম্বলিত সুদৃশ্য মসজিদটি নির্মাণ করেছিল স্থানীয় মুসলিমরাতবে কর্তৃপক্ষ বলছে যথাযত অনুমোদন নিয়ে এটি নির্মাণ করা হয়নিএ নিয়ে এখন তুলকালাম হচ্ছে প্রদেশটিতেবিবিসি

মুসল্লিদের এক নেতা বলেন, ‘মসজিদে হাতও দিতে দেয়া হবে না সরকারকে

চীনে প্রায় ২৩ মিলিয়ন মুসলমানের বসবাসমানবাধিকার কর্মীরা প্রায়ই দেশটিতে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষদের ওপর নিপীড়নের অভিযোগ করে থাকেন

মসজিদটি তৈরি করা হয়েছে মধ্যপ্রাচ্যের নির্মাণ রীতি অনুসরণেঅনেকে বলছেন এ কারণেই বৈরি প্রতিক্রিয়া দেখাচ্ছে কর্তৃপক্ষ


শেয়ার করুন

0 facebook: