![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর'র সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করার তালিকায় রয়েছে ভারতীয়রাও৷ জানা গেছে, সেই সংখ্যাটা কম নয়৷ ২১ হাজারেরও বেশি।
সেই প্রতিবেদন বলছে, ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন প্রচুর ভারতীয়র ভিসার মেয়াদ শেষ হয়েছে, যারা এখনও সেদেশে বসবাস করছেন৷ ২০১৭ সালে প্রায় ১০.৭ লক্ষ ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রে যান, ব্যবসা বা ভ্রমণের জন্য৷ বি-১ বা বি-২ ভিসা নিয়ে তারা গিয়েছিলেন৷ কিন্তু এদের মধ্যে অনেকেই এখনও ফেরত আসেননি৷
এদের মধ্যে প্রায় ১৪,২০৪ জন ভিসার মেয়াদ বাড়িয়ে থাকছেন সেখানে৷ ১৭০৮ জন ভিসার মেয়াদ শেষ হতেই ফিরে এসেছেন ভারতে৷ কিন্তু বাকি ১২,৪৯৮ জনের কোনও সন্ধান মিলছে না৷ এদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসী বলে ব্যাখ্যা করেছে৷
২০১৬ সালে বি ১ বা বি ২ ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ১০ লক্ষ ভারতীয়৷ তার মধ্যে ভিসার মেয়াদ বাড়ান ১৭,৭৬৩ জন৷ ২০৪০ জন ভারতে ফিরে আসেন৷ কিন্তু অবৈধ ভাবে রয়ে যান ১৫,৭২৩ জন৷ ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার কথা ছিল ৪.৫ লক্ষ ভারতীয়ের৷ কিন্তু তা হয়নি৷ পরে ৬,৬১২ জন অবৈধ অভিবাসীকে চিহ্নিত করে মার্কিন নিরাপত্তা দফতর।
সূত্রঃ কলকাতা নিউজ।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: