13 August 2018

নির্বাচনী আমেজে ইসি


স্বদেশবার্তা ডেস্কঃ দশম জাতীয় সংসদের মেয়াদ রয়েছে আর মাত্র পাঁচ মাস। এ সময়ের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী নির্বাচন কমিশনও (ইসি) ডিসেম্বরের শেষার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে।

অক্টোবরের শেষে কিংবা নভেম্বরে প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সে লক্ষ্যে আসনভিত্তিক ভোটার তালিকা, ভোটকেন্দ্র নির্ধারণ ও নির্বাচনী সরঞ্জাম কেনার কাজ শুরু করেছে। কমিশন সচিবালয়জুড়ে বইছে জাতীয় নির্বাচনের আবহ।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আমাদের সময়কে বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমানা পুনর্নির্ধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আসন অনুসারে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। সিডি আকারে ভোটার তালিকা প্রণয়নের কাজও এগিয়ে চলছে। তিনি বলেন, তফসিল ঘোষণার এখনো যে সময় আছে, এর মধ্যে ইসি সচিবালয় কেনাকাটাসহ সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। যদি না পারে সে ক্ষেত্রে তাদের ছাড় দেওয়া হবে না।


শেয়ার করুন

0 facebook: