22 August 2018

ঈদের সকালে বাস ও অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত


স্বদেশবার্তা ডেস্কঃ  ঈদুল আজহার সকালে বগুড়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নাঝিরাবাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাজাহানপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শেরপুর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী আল হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।


শেয়ার করুন

0 facebook: