10 September 2018

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৯, আহত ৬৪১


আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে উত্তরাঞ্চলীয় হোক্কাইডো প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। দুজন নিখোঁজসহ ৬৪১জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।

গতকাল রোববার এক বিবৃতিতে অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানায়, এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন দুই হাজার ৫৪৪ জন বাসিদা। ৬ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে দ্বীপের ৩০ লাখ ঘর-বাড়ি।বিদ্যুৎ কোম্পানির এক কর্মকর্তা জানান, বর্তমানে এ অঞ্চলের ৯৯ শতাংশ বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হয়েছে। তবে এখনও প্রায় দুই হাজার পরিবার বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে রয়েছে। মূলত গত বৃহস্পতিবারের ভূমিকম্পের পর সৃষ্ট আবাসস্থলে পাহাড় ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে বুলডোজার, স্নিফার কুকুর ও ৭৫টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

সোমবার সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে,  রোববার উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ভূমিকম্পের পর বিভিন্ন স্থাপনা দুর্বল হয়ে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্কভাবে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গত ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে হোক্কাইডোতে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। উৎপত্তিস্থল তমোকোমাই শহরের ভূপৃষ্ঠের ২৭ কিমি গভীরে।


ভূমিকম্পের পর হোক্কাইডোর সব ধরনের ফ্লাইট বাতিল ও দ্রুতগামী ট্রেন শিনকানসেনসহ প্রায় সব ধরনের সাধারণ পরিবহন বন্ধ রাখা হয়।


শেয়ার করুন

0 facebook: