আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ঈদের পর, কাশ্মীরে রমজানের যুদ্ধবিরতি থেকে সরে আসবে কেন্দীয় সরকার। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।এসময় তিনি বলেন, ঈদের পরে এই যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধি করার আর কোন সুযোগ বা ইচ্ছে কেন্দ্রীয় সরকারের নেই, এর সময়সীমা শেষ হবার সঙ্গে সঙ্গে সরকারি যুদ্ধবিরতি ঘোষণার কার্যকারিতাও শেষ হয়ে গিয়েছে। পবিত্র রমজান মাসে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী আক্রমণাত্মক হামলা পরিচালনা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল।
এর আগে গত ১৭ মে রাজনাথ সিং রমজান মাসের পর যুদ্ধবিরতি আর কার্যকর হবেনা বলে ঘোষণা করেছিলেন । রোববারের ঘোষণার মধ্য দিয়ে এবার তিনি বিষয়টি নিশ্চিত করলেন।
রাজনাথ সিং দাবী করেন, এই সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীরের শান্তিপ্রিয় মানুষদের স্বার্থে গ্রহণ করা হয়েছিল, যাতে তারা রোজা পালন করার উপযুক্ত পরিবেশ পায়। তিনি বলেন, যদিও পবিত্র রমজান মাসে নিরাপত্তা বাহিনী যুদ্ধ বিরতির মত দৃষ্টান্তমূলক আদর্শ স্থাপন করে দেখিয়েছে তবুও সন্ত্রাসীরা বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো অব্যাহত রাখে। যার ফলে হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের হামলা এবং সহিংসতা রুখতে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ইয়ন নিউজ
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: