নানা হিসাব-নিকাশ ঝুলে থাকায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও প্রস্তুতি রয়েছে দলটির। দলটির হাইকমান্ড নির্বাচনের প্রস্তুতি হিসেবে একাধিক জরিপের মধ্য দিয়ে জনপ্রিয় প্রার্থীদের প্রাথমিকভাবে বাছাই করে রেখেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার নিজস্ব উইং ব্যবহার করে ৩০০ আসনে দলের প্রার্থিতা সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে রেখেছেন। নির্বাচন এলে ‘মাঠে লড়াই করে জয় তুলে আনতে পারবেন’ এমন প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী থাকায় ঈদের দিন তার স্বজনেরা সাক্ষাৎ করতে জেল গেটে যাবেন। বিএনপি মহাসচিবসহ সিনিয়র কয়েকজন নেতাও দলীয় প্রধানের সঙ্গে দেখা করার অনুমতি চাইবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করে বিশেষ মুনাজাত করা হবে।
সিনিয়র নেতাদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লায়, ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালীতে, ড. আবদুল মঈন খান নরসিংদীতে, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকার শাহজাহানপুরে ও গয়েশ্বরচন্দ্র রায় ঈদের দিন নিজ এলাকা কেরানীগঞ্জে থাকবেন। ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামে, বরকতউল্লাহ বুলু ও মো: শাজাহান নির্বাচনী এলাকা নোয়াখালী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুরে, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার বরিশাল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকায়, খায়রুল কবির খোকন নরসিংদী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ফরিদপুরে ঈদ করবেন।
অর্ধশতাধিক তরুণ নেতা এবার দলের মনোনয়ন পেতে মাঠে রয়েছেন। কেন্দ্রের গ্রিন সিগন্যাল পেতে নানাভাবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা। বিশেষ করে প্রথমবারের মতো যারা ধানের শীষ প্রতীক পেতে চান, তারা কাজ করছেন টানা।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির হাল ধরছেন সদ্য মরহুম বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এ এম বদরুজ্জামান খান খসরুর ছেলে মাহমুদুর রহমান সুমন। নয়া দিগন্তকে তিনি বলেন, এলাকার মানুষের জন্য আজীবন কাজ করে যেতে চাই। বাবাই আমার আদর্শ। আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেলে বাবার দেখানো পথেই হাঁটতে চাই।
ফরিদপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুল হাসান পিঙ্কু নয়া দিগন্তকে তিনি বলেন, ঈদকে সামনে রেখে দুই সপ্তাহ আগেই তিনি চলে গেছেন এলাকায়। নেতাকর্মীদের সাথে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অসহায়দের পাশে দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল করিম খান পাপ্পু নয়া দিগন্তকে বলেন, আমি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে থেকে নানাভাবে কেন্দ্রের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে যাচ্ছি। সব সময় নেতাকর্মীদের পাশে আছি। যদি দল তাকে এই আসনের জন্য বেছে নেয়, তাহলে আমি তার প্রতিদান দিতে সক্ষম হবো।
ব্রাহ্মহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া আসনে মনোনয়নপ্রত্যাশী নাছির উদ্দিন হাজারী বলেন, ঈদে যে ধরনের সাংগঠনিক তৎপরতা থাকে, সেটি চলছে। এলাকার অসহায় মানুষের পাশে রয়েছি। নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছি।
তরুণ নেতাদের মধ্যে বিএনপির সাবেক সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি ফেনী-৩ আসনে, বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ঢাকা-৭, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ঢাকা-১২, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু লক্ষ্মীপুর-৪, বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম সিরাজগঞ্জ-৫, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল খান কুমিল্লা-৪, ছাত্রদলের সাবেক সহসভাপতি মোস্তফা খান সফরী চাঁদপুর-৩, শেখ মোহাম্মদ শামীম ব্রাহ্মণবাড়িয়া-২, বিএনপির সহদফতর সম্পাদক মুনির হোসেন পটুয়াখালী-২, তাইফুল ইসলাম টিপু নাটোর-১, মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর-৩, যুবদলের যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল ইসলাম নয়ন ভোলা-৪, তরুণ ব্যবসায়ী নেতা বাহাউদ্দিন সাদী ঢাকা-১৮ আসনে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
পটুয়াখালী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ঈদ করতে এলাকায় যাচ্ছেন জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের আশঙ্কা দূর না হলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হলে দেশে কোনো নির্বাচন হবে না। সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে প্রচারণা ও মানুষকে সংগঠিত করে একটি গণ-আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছি আমরা।
ঢাকা-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবীন বলেন, এলাকার জনগণই তার সুখ-দুঃখের উৎস। নেতাকর্মীসহ সবাইকে সাথে নিয়েই ঈদ করব। আর এতে করে সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।
নেত্রকোনা-২ আসনে দলের মনোনয়ন পেতে কাজ করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: আনোয়ারুল হক। তিনি বলেন, এলাকায় আছি। নেতাকর্মী, সাধারণ মানুষ, সবার সাথে ঈদ করব। গণসংযোগও অব্যাহত রয়েছে।
নওগাঁ-৪ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা এম এ মতিন বলেন, নেতাকর্মীদের সংগঠিত করার কাজ চলছে। ঈদেও সেটি বজায় থাকবে।
নেত্রকোনা-৫ আসনে মনোনয়নের আশায় দীর্ঘ সময় ধরে সাংগঠনিক কাজ করছেন সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরান। তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করাই আমার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি।
ময়মনসিংহ-৯ আসনে মনোনয়নপ্রত্যাশী তরুণ প্রবাসী ব্যবসায়ী মামুন বিন আবদুল মান্নান বলেন, ঈদকে ঘিরে নির্বাচনী গণসংযোগ অব্যাহত থাকবে।
0 facebook: