স্বদেশবার্তা ডেস্কঃ ঈদের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি। তবে গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম।
বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর, বাংলামোটর ও পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় এলাকাবাসী কোরবানি দিচ্ছেন। ঈদের দিন পশু কোরবানির রেওয়াজ থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় দিনেও পশু জবাই করে থাকেন মুসলমানরা।
যাত্রবাড়ীর বাসিন্দা মোফাজ্জল হোসেন জানান, গতকাল সকাল থেকে পশু কোরবানির জন্য চাহিদা অনুযায়ী কসাই পাওয়া যায়নি। দুপুর পর্যন্ত পশু কোরবানি দিতে পারেননি অনেকে। তাই আজ কোরবানি দেওয়া হচ্ছে।
খবর বিভাগঃ
জাতীয়
0 facebook: