৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে রাজধানীর হোটেল র্যাডিসনে দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (এফইএমবিওএসএ-ফেমবোসা) দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিন এ দাবি করেন সিইসি।
কে এম নুরুল হুদা বলেন, ‘আমাদের সঙ্গে মন্ত্রীর আলাপ হয় নাই। মন্ত্রীর সঙ্গে আমরা কেন আলাপ করব? মাননীয় অর্থমন্ত্রী ভুল করেছেন পরিষ্কার কথা। প্রেসের সামনে বললাম। মন্ত্রীর এ রকম বলাটা ঠিক হয় নাই।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক নিরপেক্ষ করার জন্য এই সম্মেলনে কোনো পরামর্শ চেয়েছেন কি না, কিংবা অন্য কোনো দেশে দিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমাদের দেশে নির্বাচন কীভাবে করব, সেটার পরামর্শ তাদের কাছে চাইব কেন। আমরা আমাদের মতো চেষ্টা করব। নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা আমাদের আছে।’
৫ সেপ্টেম্বর, বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ভোটের তারিখ নির্বাচন কমিশন চূড়ান্ত করবে। তবে শুনেছি, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর দেশে জাতীয় নির্বাচন হতে পারে।’
0 facebook: