07 June 2018

আন্দালিবের অনলাইন পদ্ধতিতে যাকাত কার্ড উদ্ভাবন কি যাকাত সঠিক স্থানে পৌঁছাবে?



স্বদেশবার্তা ডেস্কঃ ইসলামিক দৃষ্টিকোন থেকে যায়েজ নাকি নাযায়েজ তা এখনো বলা সম্ভব না হলেও, সাধারণ জ্ঞান অনুসারে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের অনলাইন পদ্ধিতিতে পবিত্র যাকাত প্রদানের নতুন পন্থার সাথে অনেকে একমত আবার অনেকে একমত নাতিনি ব্যাংকিং পদ্ধতিতে ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো পবিত্র যাকাত কার্ডের ব্যবহারের উদ্ভাবন করেছেনএতে অনলাইনের মাধ্যমে দেশ-বিদেশের যে কোনো প্রান্ত থেকে পবিত্র যাকাত দেয়া বা তোলা যাবেআর এর মাধ্যমে পবিত্র যাকাতদাতা ও গ্রহীতার সঠিক হিসাব রাখা যাবে, যা ইতিমধ্যে সরকারের গেজেট আকারে প্রকাশিত হয়েছে

বুধবার তিনি তার ফেসবুকের ভেরিফায়েড পেজে এই উদ্ভাবনের প্যাটেন্টসহ সরকারের গেজেট প্রকাশের ছবি প্রকাশ করেছেন

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো পবিত্র যাকাতএখন থেকে ১ হাজার ৪০০ বছর আগে যেভাবে মুসলমানরা পবিত্র যাকাত দিতেন আজও তার কোনো পরিবর্তন নেই২০১৫ সাল থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পবিত্র যাকাতব্যবস্থাকে সহজতর ও যুগোপযোগী করার চিন্তাভাবনা এবং এ বিষয়ে গবেষণা শুরু করেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সারা বিশ্বে ব্যাংকিং লেনদেন যখন অনলাইন পেমেন্ট সিস্টেমে চলছে সেখানে পবিত্র যাকাতকে কীভাবে যুক্ত করা যায় সে চিন্তা থেকে তিনি এই উদ্ভাবন করেনআধুনিক ব্যাংকিং এ ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ব্যবহার দেখা গেলেও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পবিত্র যাকাত প্রদানে ইসলামে কিছু প্রতিবন্ধকতা রয়েছেএসব কারণগুলো বিবেচনা করেই তিনি একটি স্বতন্ত্র পবিত্র যাকাত কার্ডের উদ্ভাবন করেন

ইতিমধ্যে দেশের অন্যতম বৃহৎ একটি ইসলামী ব্যাংক তার এই পবিত্র যাকাত কার্ড নিয়ে কাজ শুরু করেছেনএই পবিত্র যাকাত কার্ডের অনেক ধরনের ব্যবহার আছেবাংলাদেশে যত মানুষ পবিত্র যাকাতপ্রাপ্য তাদের ডাটাবেইজ থাকবে যাতে বিদেশ থেকে যে কোনো প্রবাসী কিংবা দেশে বসেই যে কেউ ওই ওয়েবসাইটে গিয়ে তাদের পছন্দমতো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পবিত্র যাকাত প্রদান করতে পারবে

 
এছাড়াও ব্যাংকে যেমন ক্রেডিট বা ডেবিট কার্ড দেয়া হয় তেমন পবিত্র যাকাত কার্ডও থাকবে যার মাধ্যমে সারা বছর পবিত্র যাকাত দিতে পারবে এবং সঠিক হিসাব রাখাও সম্ভব হবেএছাড়াও আরও অনেক বহুমুখী ব্যবহার আছে এই পবিত্র যাকাত কার্ডের

নগদহীন অর্থনীতিতে যখন পৃথিবী চলবে তখন এই কার্ডের ব্যবহার বেড়ে যাবে অনেক গুণ

পবিত্র যাকাত কার্ডের উদ্ভাবক আন্দালিভ রহমান পার্থ বলেন, এটা আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে পবিত্র যাকাতব্যবস্থার সমন্বয়ের ক্ষুদ্র প্রয়াসমাত্রইসলামের জন্য আমার ছোট একটু কাজ আল্লাহ কবুল করুকআমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে এই কাজ করার সুযোগ দিয়েছেন

আমার এই উদ্ভাবনের ওপর ভিত্তি করে মেধাবী ছেলেমেয়েরা ভবিষ্যতে ইসলামের সেবায় আরও অনেক কিছু আবিষ্কার করবে বলে আমার বিশ্বাস


শেয়ার করুন

0 facebook: