আন্তর্জাতিক ডেস্কঃ সামাজিক ট্যাবু
পেছনে ফেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সাহস করলো পাকিস্তানের তৃতীয় লিঙ্গের
মানুষেরা। আসছে ২৫ জুলাইয়ের সাধারণ
নির্বাচনে লড়ছেন হিজড়া সম্প্রদায়ের চার প্রার্থী।
নওয়াব আলী
তাদেরই একজন। হিজড়া হওয়ার অপরাধে মাত্র ১৩ বছর
বয়সে ঘর ছাড়তে হয়। নানা নির্যাতনের পাশাপাশি এসিড নিক্ষেপেরও শিকার হন। তবে হাল ছাড়তে শিখেননি আইয়ুব। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন তিনি লড়ছেন সংসদ
সদস্য হতে।
নওয়াব বলেন,
‘রাজনৈতিক ক্ষমতা ও প্রতিষ্ঠানের পদে আসীন না হলে কেউ আপনাকে
প্রাপ্য অধিকারটুকু দিতে চাইবে না।’
এবারের মতো এতো
হিজড়া এর আগে পাকিস্তানের নির্বাচনে প্রার্থী হয়নি। রক্ষণশীল দেশটিতে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার
আদায়ের সংগ্রামে এ নির্বাচন তাই মাইল ফলক হয়ে থাকল।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: