![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা বাজার এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন জন।
আজ শনিবার বিকেল পৌনে ৩টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় নিহতরা হলেন– কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের রবিকুল ইসলামের ছেলে শরীফ (২০)। সে স্থানীয় ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র, একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে নাজির উদ্দিন (২৭), উপজেলার বলাইশিমুল (চকপাড়া) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সিএনজিচালক জামাল মিয়া (৩৫) ও মোহনগঞ্জ উপজেলার চেচরাখালী ইউনিয়নের সোয়াই গ্রামের আব্দুল হান্নান মাস্টারের ছেলে মুরাদ (১৮)।
এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন— গোলাম রব্বানী (২২), জসিম (৪০) ও শাকিব (২০)। আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরাত হোসেন গাজী জানান, বিকেলে কেন্দুয়া থেকে ছেড়ে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার মাসকা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রীর সবাই গুরুতর আহত হন।
ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। বাসটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খবর বিভাগঃ
জেলা সংবাদ
দুর্ঘটনা
0 facebook: