আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ সুদানে একটি ছোট আকৃতির যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায় দেশটির তথ্যমন্ত্রী তাবান আবেল।
টেলিফোনের মাধ্যমে তিনি সংবাদ মাধ্যমকে জানান, প্লেন বিধ্বস্ত হওয়ায় ১৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। ২২ জন যাত্রী বহনকারী প্লেনটির ২ জন এখনও নিখোঁজ।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়, একটি নদীর ওপর প্লেনটি বিধ্বস্ত হয়। নদী থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: