13 September 2018

সৌদি আরবে ৪০০ বোমা বিক্রি করছে স্পেন


আন্তর্জাতিক ডেস্কঃ স্পেন সৌদি আরবের কাছে ৪০০ লেজার বোমা বিক্রি করছে। খবর রয়টার্সের। 

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বরেল আজ (বৃহস্পতিবার) বলেন, সৌদি আরবের সঙ্গে বোমা বিক্রির এ চুক্তি সাবেক সরকারের আমলের করা। আমরা তা বাতিল করতে পারি না।

বরেল দেশটির গণমাধ্যমে আরো বলেন, সৌদির ইয়েমেনে হামলার কারণে অনেকে সৌদি আরবে অস্ত্র বিক্রি করতে মানা করে। কিন্তু আমরা মানতে পারছি না। কেননা এ চুক্তি ২০১৫ সালের।


শেয়ার করুন

0 facebook: