13 September 2018

মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২০, আহত ৬৩


আন্তর্জাতিক ডেস্কঃ মালির মধ্যাঞ্চলে একটি ট্রাক নদীতে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছে। বুধবার দেশটির সরকার জানিয়েছে, ট্রাকটির ব্রেক ফেলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার রাতে মালির মোপতি অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক প্রতিবেদনে ২০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। জরুরি সার্ভিসগুলো ৬৩ জনকে উদ্ধার করেছে।  নাটকীয় এই দুর্ঘটনাটি ব্রেক সিস্টেমের কারিগরি ত্রুটির কারণে ঘটে থাকতে পারে বলে তদন্তের প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে।’


শেয়ার করুন

0 facebook: