13 September 2018

ভারতে ৩২৮ ওষুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ


আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ৩২৮টি এফডিসি (ফিক্সড ডোজ কম্বিনেশন)-এর ওপর বিধি-নিষেধ আরোপ করেছে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  বুধবার  বিধি নিষেধ আরোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এই ঔষধগুলো উৎপাদন, বিতরণ এবং বিক্রির ওপর প্রতিবন্ধকতা লাগানো হয়েছে। এর মধ্যে এমন দুটি ঔষধ আছে, যেগুলো কোনরকম প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে কেনা যায় ও অযাচিতভাবে ব্যবহার করা যায়।

এছাড়া ঔষধগুলোর মধ্যে এমন কিছু ঔষধ আছে, যেগুলি মাথা ব্যথা, সর্দি, পেট খারাপ, পেটব্যথা প্রভৃতি কারণে সেবন করা হয়ে থাকে।

মন্ত্রালয় শর্তসাপেক্ষ ভাবে ছয়টি এফডিসি-র উৎপাদন, বিক্রি ও বিতরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আরোপ করেছে।   

এর আগে ২০১৬ সালের মার্চ মাসে ভারতের কেন্দ্রীয় সরকার ঔষধ এবং প্রসাধন সামগ্রী অধিনিয়ম, ১৯৪০-এর ‘ধারা ২৬এ’ অনুসারে জনস্বার্থের উদ্দেশ্যে ৩৪৪টি এফডিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। -এনডিটিভি


শেয়ার করুন

0 facebook: