এই ঔষধগুলো উৎপাদন, বিতরণ এবং বিক্রির ওপর প্রতিবন্ধকতা লাগানো হয়েছে। এর মধ্যে এমন দুটি ঔষধ আছে, যেগুলো কোনরকম প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে কেনা যায় ও অযাচিতভাবে ব্যবহার করা যায়।
এছাড়া ঔষধগুলোর মধ্যে এমন কিছু ঔষধ আছে, যেগুলি মাথা ব্যথা, সর্দি, পেট খারাপ, পেটব্যথা প্রভৃতি কারণে সেবন করা হয়ে থাকে।
মন্ত্রালয় শর্তসাপেক্ষ ভাবে ছয়টি এফডিসি-র উৎপাদন, বিক্রি ও বিতরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আরোপ করেছে।
এর আগে ২০১৬ সালের মার্চ মাসে ভারতের কেন্দ্রীয় সরকার ঔষধ এবং প্রসাধন সামগ্রী অধিনিয়ম, ১৯৪০-এর ‘ধারা ২৬এ’ অনুসারে জনস্বার্থের উদ্দেশ্যে ৩৪৪টি এফডিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। -এনডিটিভি
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: