![]() |
অত্যন্ত দুঃখের বিষয় হলো এই স্কুলের প্রায় ৯৫ শতাংশ ছাত্রছাত্রী মুসলমান। কিন্তু স্কুলের ১০০% শিক্ষকই হচ্ছেন হিন্দু। এখানে ছোট ছোট মুসলমান বাচ্চারা তাদের ইসলামী শিক্ষা থেকে শতভাগ বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে জানা যায় স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন কৌশলে মুসলমান শিক্ষকদের অন্যত্র বদলি করে হিন্দু শিক্ষকদের ভিড়িয়েছেন। এতে করে মুসলমান ছাত্রছাত্রীরা তাদের ইসলামী শিক্ষা থেকে পুরোপুরি বঞ্চিত।
এলাকাবাসী স্কুলের প্রধান শিক্ষক সহ কমপক্ষে ৪ জন মুসলমান শিক্ষকের দাবী করেছেন কারন স্কুলের ৬জন শিক্ষকের মধ্যে ৬জনই হিন্দু। স্কুলটির প্রধান
শিক্ষকঃ প্রাণ কিশোর ভট্রাচার্য, সাথে আছেন গিরিধারি সদয় দে, লিপিকা, সূচিত্রা, সুঞ্চিতা, আর সর্বশেষ যে মুসলিম শিক্ষক ছিলেন উনাকে বদলি
করে নতুন আরেকজন হিন্দু শিক্ষক আনার পায়তারা করছেন।
খবর বিভাগঃ
মৌলভীবাজার
শিক্ষা
0 facebook: