18 September 2018

২১ আগস্ট হামলা মামলার রায় ১০ অক্টোবর


স্বদেশবার্তা ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামী ১০ অক্টোবর ঘোষণা করা হবে। ১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে বকশিবাজারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক শাহেদ নুর উদ্দীন এ আদেশ দেন।

আদেশের বিষয়টি জানান এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী সৈয়দ রেজাউর রহমান। এদিকে মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তারা যারা অপরাধ সংগঠন করেছেন ঘটনাস্থলে থেকে এবং যাদেরকে সাহায্য করেছে। আমরা এসব ঘটনায় ওই সব কর্মকর্তাসহ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহের উর্ধ্বে থেকে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেছে আমাদের সাক্ষীদের। আমরা আসামিদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়ছি।’

‘মামলার রায় নিয়ে আমাদের প্রত্যাশা আগেও ব্যক্ত করেছি’ উল্লেখ করে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী বলেন, ‘আইনের বিধান অনুযায়ী আসামিদেরকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। আমরা ২২৫ জন সাক্ষীকে আদালতে হাজির করে আসামিদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছি।’ ‘আসামিদের সবাই এ অপরাধের সঙ্গে জড়িত। গ্রেনেড সরবরাহ, মজুদ, বিতরণ, অর্থের যোগান, প্রশাসনিক সহায়তা, বিএনপি-জামায়াত জোটের সহযোগিতায় গ্রেনেড ধ্বংস করা হয়েছে।’ এ মামলার অভিযোগ প্রমাণে চার্জশিটের ৫১১ সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষের মোট ২২৫ জন আদালতে সাক্ষ্য দেন। গত বছরের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের জেরা শেষের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির সমাবেশ চলাকালে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। এ হামলায় আওয়ামী লীগের সভাপতি ও সেই সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ দলের কয়েকশ নেতাকর্মী গুরুতর আহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে রয়েছে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ আরও অনেকে।

আসামিদের মধ্যে মুফতি হান্নান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কয়েকজন আসামির অন্য মামলায় ফাঁসির সাজা কার্যকর হয়েছে।


শেয়ার করুন

0 facebook: