ছবিঃ চ্যানেল24 |
স্বদেশবার্তা ডেস্কঃ এক লাখ জাল টাকা তৈরিতে খরচ হয় ৫ হাজার টাকা আর বিক্রি করা হয় ১২ হাজারে। এ তথ্য জানিয়েছে রাজধানীর রামপুরা থেকে আটক প্রতারক চক্রের ৬ সদস্য। উলনের একটি বাসায় মঙ্গলবার (৯ জুলাই) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলাবাহিনী জানায়, আসন্ন কোরবানী ঈদে প্রতারণার উদ্দেশ্যে এই জাল টাকা তৈরি করা হচ্ছিলো।
রাজধানীর রামপুরার উলনে যে ভবনটিতে অভিযান চালানো হয়, তাতে বাইরে দেখে বোঝার উপায় নেই এর একটি তলায় চলছিলো জাল টাকা তৈরীর কাজ। গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায় বাসাটিতে, সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমানের জাল টাকা, টাকা তেরির মেশিন ও অনান্য সরঞ্জাম। আটক করা হয় ৬ জনকে।
আটককৃতরা জানায়, মূলত সাভারে তারা এ কাজ করেন। তারা বলেন, নকল এক লাখ টাকা তৈরি করতে খরচ হয় ৫ হাজার টাকা। আর বিক্রি হয় ১২ হাজারে। গোয়েন্দা পুলিশ জানায়, কোরবানী ঈদে বেশি টাকা লেনদেনের সুযোগ কাজে লাগাতে চেয়েছিলো চক্রটি। জাল ভারতীয় রুপি তৈরীর প্রস্তুতিও নিচ্ছিলো চক্রটি।
0 facebook: