20 September 2018

এবার জিপের ধাক্কায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত


স্বদেশবার্তা ডেস্কঃ নোয়াখালীর হাতিয়া উপজেলায় জিপ গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চৌমুহনি বাজারের উত্তরে হুদামের সামনে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুদুর রহমান (৫২)। তিনি চৌমুহনি তবারককিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সিকদার জানান, মাসুদুর রহমান ও তার সহকারী মোটসাইকেলে করে তাদের মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে চৌমুহনি বাজারের উত্তরে হুদামের সামনে বিপরীতমুখী একটি জিপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাসুদুরের। এ সময় আহত হন সহকারী।

আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও  জানান ওসি।

নিহত মাসুদুর রহমান হাতিয়ার শূন্যচর গ্রামের মৃত মৌলভী আসাদের ছেলে।


শেয়ার করুন

0 facebook: