21 September 2018

বাজারে আসছে গোবরের সাবান


আন্তর্জাতিক ডেস্কঃ সোডিয়াম হাইড্রক্সাইড নয় এবার বাজারে আসছে গোবরের সাবান। বিষয়টি কিছুটা হতবাক হওয়ার মত হলেও সত্যি। সম্প্রতি এমন তথ্য জানালেন এক স্বয়ংসেবক প্রভাবিত সংস্থা। অনলাইনে প্রাকৃতিক উপায়ে ওষুধ বিক্রির পাশাপাশি গোবর, গোমূত্র বিক্রি শুরু করেছিল বাবা রামদেবের সংস্থা পতঞ্জলী।

এবার তারই দেখানো পথে হাঁটা শুরু করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রভাবিত সংস্থা। এবার অনলাইনে এই গোমূত্রের তৈরি সাবান, শ্যাম্পুসহ প্রাকৃতিক উপায়ে তৈরি নানা প্রসাধনী বিক্রি করতে বাজারে নামছে সংস্থাটি। মথুরার দীনদয়াল ধাম নামে আরএসএসের যে কেন্দ্রটি রয়েছে, সেখানে প্রসাধনী থেকে শুরু করে পোশাক, এমনকি ওষুধও তৈরি হচ্ছে।

ধামের প্রধান রাজেন্দ্র জানান, চাহিদার কথা মাথায় রেখেই এগুলো তৈরি করা হচ্ছে। তবে তার আশা, গোমূত্রের তৈরি জিনিসের চাহিদাই সবচেয়ে বেশি হবে। যে জিনিসগুলো বিক্রি করা হবে, তার দামও খুব একটা বেশি নয় বলে জানিয়েছেন তিনি। ১০ টাকা থেকে ২৩০ টাকা দামের জিনিস পাওয়া যাবে। আর বিক্রির মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনকে।


শেয়ার করুন

0 facebook: