![]() |
আন্তর্জাতিক ডেস্কঃ স্বঘোষিত ধর্মগুরু স্বামী নিত্যানন্দ বিতর্কিত কর্মকাণ্ডের জন্য প্রায়ই শিরোনাম হন। এর আগে যৌন কেলেঙ্কারির কারণে আলোচনায় এসেছিলেন তিনি। আবারও আলোচনায় এলেন। এবার আলোচিত হয়েছেন অবশ্য অদ্ভুত এক কারণে। তার দাবি, যদি তিনি প্রশিক্ষণ দেন তাহলে গরু, কাক ও অন্য প্রাণীরা সংস্কৃত ভাষায় কথা বলতে পারবে।
স্বামী নিত্যানন্দ কথায় তিনি গরুকে তামিল ও সংস্কৃত এই দুই ভাষাই শেখাতে পারবেন। কিন্তু কী করে তিনি গরুকে কথা বলাতে এবং ভাষা শেখাতে সফল হবেন? তার দাবি, অতিপ্রাকৃতিক উপায়ে এই প্রাণীদের কথা শেখানো যেতে পারে।
দক্ষিণ ভারতের এই স্বঘোষিত ধর্মগুরুর দাবি গরুর বিরল ক্ষমতা আছে। ডাক্তারি পরীক্ষার মাধ্যমে গরুর গলায় কিছু পরিবর্তন আনলেই তারা নাকি গরু সংস্কৃত ভাষায় কথা বলতে পারবে। আর এ নিয়ে তিনি নাকি রীতিমতো গবেষণাও শুরু করেছেন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: