23 September 2018

যেকোন মূল্যে খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে হবেঃ ইনু

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ জাসদ সভাপতি ও সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আমরা যখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছি, তখন বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ড. কামাল গং রা নির্দলীয় সরকারের দাবী আদায়ের নামে মূলত: বিএনপি-জামায়াতকে রাজনীতিতে পূনর্বাসন করতে চান। তারা আসলে নির্বাচন চান না, তারা অস্বাভাবিক সরকার চায়।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার আর কখনোই যুদ্ধাপরাধী জামায়াতকে ক্ষমতায় বসতে দিবেনা। সেই সাথে খালেদা জিয়াকেও আর কখনো ক্ষমতায় আসতে দেয়া ঠিক হবেনা। যেকোন মূল্যে খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে হবে। তিনি শনিবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে জেলা জাসদ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জনসভায় ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন সারাদেশে উন্নয়ন কর্মকান্ড শুরু করি তখন থেকেই বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। শত চেষ্টা করেও উন্নয়ন থামাতে না পেরে তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সাথে হাত মিলিয়েছেন ড. কামাল হোসেনের মত প্রবীন রাজনীতিবিদরা। তারা আসলে দেশে কোন নির্বাচন চান না, তারা দূর্নীতিবাজ খালেদা জিয়া আর যুদ্ধাপরাধীদের পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনতে চান। ড. কামাল হোসেন বিএনপি এবং জামায়াতকে রাজনীতিতে পূনর্বাসনের ওকালতি শুরু করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে পা দিয়েছেন। কিন্তু কোন চেষ্টাতেই বিএনপি-জামায়াতের শেষ রক্ষা হবেনা বলে মন্তব্য করেন তিনি ।

বগুড়া জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেনের সভাপতিত্বে জাসদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় জাসদের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদকে বগুড়া সদর আসনে দলের এমপি প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়।

উল্লেখ্য, বগুড়া সদর আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নূরুল ইসলাম ওমর বর্তমান সংসদস্য। এ আসনে জাসদও জোটের প্রার্থী হতে চায় । এ ছাড়া আ’লীগের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা সভাপতি মমতাজ উদ্দিনও দলের মনোনয়নের জন্য কোমরবেঁধে মাঠে নেমেছেন। ফলে এ আসনে ত্রিমুখী মনোনয়ন লড়াই শুরু হয়েছে।


শেয়ার করুন

0 facebook: