![]() |
ফাইল ছবি |
স্বদেশবার্তা ডেস্কঃ দেশের
বিশেষায়িত কোনো হাসপাতালে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার
নির্দেশনা চেয়ে রিটের শুনানি মুলতবি করা হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১ অক্টোবর
দিন ধার্য করেছে হাইকোর্ট।
আজ
মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট
বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার
মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল
মাহবুবে আলম।
শুনানির
এক পর্যায়ে আদালত খালেদা জিয়ার আইনজীবীর কাছে জানতে চান, আপনারা কি রুল চান? তখন আইনজীবী
এ জে মোহাম্মদ আলী বলেন, শুনানি শেষে আমরা আদালতের কাছে একটা অর্ডার চাই। তখন আদালত
বলেন, এখনতো ভ্যাকেশন, কোর্ট অল্প সময় চলবে। আপনাদের এটা বিস্তারিত শুনতে গেলে অন্য
আইনজীবীদের ম্যাটারগুলো শোনা হবে না।
এ
পর্যায়ে আদালতে অ্যাটর্নি জেনারেল প্রবেশ করেন। তখন খালেদার আরেক আইনজীবী ব্যারিস্টার
মাহবুব উদ্দিন খোকন আদালতকে উদ্দেশ করে বলেন, মাই লর্ড, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিতে
অ্যাটর্নি জেনারেল বিরোধিতা না করলেই তো এখনই একটা অর্ডার দিতে পারেন। তখন আদালত বলেন,
আপনারা যে প্রক্রিয়ায় বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সুবিধা চাচ্ছেন, সেক্ষেত্রে তো বিরোধিতা
করার সুযোগ রয়েছে। এরপর আদালত বলেন, আমরা উভয়পক্ষের কাছ থেকে বিস্তারিত শুনব। এজন্য
১ অক্টোবর শুনানির জন্য রাখছি।’
এর
আগে গত ৯ সেপ্টেম্বর দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
0 facebook: