![]() |
স্টাফ রিপোর্টার॥ ভারতের একটি মন্দিরে নিষ্পাপ এক শিশুকন্যাকে ধর্ষণ করার প্রমান ও অভিযোগ পাওয়া গেছে সেখানকার দুই পুরোহিতের বিরুদ্ধে। প্রমান ও অভিযোগ পেয়ে দু-জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
প্রসাদ দেওয়ার নাম করে বছর পাঁচেকের ওই নাবালিকাকে তারা ডেকে এনেছিল। তার পর সবার অলক্ষ্যে তাকে ধর্ষণ করা হয়। বাচ্চাটির পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর নেয় মধ্যপ্রদেশ পুলিশ। ঘটনা জানাজানি হওয়ার পর গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল অভিযুক্তরা। তার আগেই পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের দাতিয়ার এক মন্দিরে মঙ্গলবার ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। তার পরিবার মন্দিরের দুই পুরোহিতের নামে অভিযোগ করেছে। ঘটনার শিকার ওই বাচ্চাটির সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, পুজোর প্রসাদ হিসেবে নিবেদিত একথালা মিষ্টির লোভ তাকে দেখানো হয়েছিল। ওই নাবালিকাকে ধর্ষণের পর ওই দুই পুরোহিতই তাকে বাড়ি অবধি পৌঁছে দেয়।
পুলিশের ধারণা, শুধু ওই নাবালিকা নয়, আর অনেকের সঙ্গেই অভিযুক্তরা এমন কাণ্ড করে থাকতে পারে। দু-জনকেই জেরা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও পকসো আইনে মামলা দায়ের হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ষণ
হিন্দু সমাচার

0 facebook: