01 October 2018

অভিবাসী শিশুদের গভীর রাতে নির্জন মরুভূমিতে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্কঃ কাগজপত্রহীন অভিবাসী শিশুদের গভীর রাতে টেক্সাসের একটি নির্জন মরুভূমির ক্যাম্পে ছেড়ে আসছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যরাতে এ ধরনের শিশুদের ওই ক্যাম্পে নেয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে উঠে এসেছে।

ওই শিশুদের বর্তমানে ১০০ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে উল্লেখ করে গণমাধ্যমগুলো জানায়, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রায় ১৩ হাজার শিশুকে অবৈধ হিসেবে আটক করার পর টেক্সাসের ওই মরুভূমিতে রাখার ব্যবস্থা করছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো আরও জানায়, এ পর্যন্ত এক হাজার ৬০০’র বেশি শিশুকে টেক্সাসের ক্যাম্পে নেয়া হয়েছে এবং বাকিদেরও নেয়া হবে।

আমেরিকার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস ডিপার্টমেন্টের মুখপাত্র এভলিন স্টফারের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, টেক্সাসের ওই ক্যাম্পটি অস্থায়ী ভিত্তিতে নির্মাণ করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার হবে।

ট্রাম্প প্রশাসন অভিবাসনবিরোধী যে অবস্থান নিয়েছে তার আওতায় আমেরিকায় বহু মানুষকে আটক করা হয়েছে এবং বহু শিশুকে তাদের মা-বাবা থেকে আলাদা করা হয়েছে। চাপের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প এ পদক্ষেপ বন্ধের নির্দেশ দিলেও তা অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

0 facebook: