পালুতে গত ২৮ সেপ্টেম্বর, শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ফলে সুনামির সৃষ্টি হয়। ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৮৪৪ জনে দাঁড়িয়েছে।
বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার বাসিন্দা। রেডক্রস বলছে, ভূমিকম্প ও সুনামিতে কমপক্ষে ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইন্দোনেশিয়ার ভাইস-প্রেসিডেন্ট জুসুফ কল্লা আশঙ্কা করছেন, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে।
প্রাকৃতিক দুর্যোগের চার দিন পরও কিছু কিছু দুর্গম এলাকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে ওষুধের সংকট দেখা দিয়েছে। ভারী সরঞ্জামাদির অপর্যাপ্ততার কারণে উদ্ধারকর্মীদের উদ্ধারকাজে ও ধসে পড়া ভবনের ভেতর চাপা পড়া মানুষদের উদ্ধারে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
কর্তৃপক্ষ ১৪ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে। পঁচাগলা লাশ থেকে যেন কোনো রোগ ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কর্তৃপক্ষ অত্যন্ত সতর্কাবস্থায় রয়েছে। সোমবার পুবোয়ায় দুর্যোগে নিহত ব্যক্তিদের মৃতদেহ দাফনের জন্য একশ’ মিটার দীর্ঘ গণকবর খুঁড়েছে দেশটির স্বেচ্ছাসেবকরা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: