03 October 2018

ইন্দোনেশীয় প্রেসিডেন্টকে ফোনে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর


স্বদেশবার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে টেলিফোন করে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ফোন করেন প্রধানমন্ত্রী। এসময় তাদের মধ্যে ১০ মিনিট কথা হয়।

সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে জীবন, সম্পদহানিতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা। এসময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কি ধরনের সাহায্য প্রয়োজন তা জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া একা নয়; বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। বাংলাদেশ এ দুর্যোগে ইন্দোনেশিয়ায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত।

সূত্রঃ বাসস


শেয়ার করুন

0 facebook: