![]() |
সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৭তম বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষে এসব তথ্য তুলে ধরা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এবার ১১ প্রাথমিকের জন্য কোটির বেশি বই ছাপানো হচ্ছে। এতে ব্যয় হবে ৩৬০ কোটি টাকা।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, আগামী ২০২০-২০২১ অর্থ বছরের মধ্যে প্রাথমিকের স্বতন্ত্র শিক্ষা বোর্ড বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 facebook: