![]() |
স্বদেশবার্তা ডেস্কঃ সৌদি আরবের নীতির কট্টর সমালোচনাকারী দেশটির প্রখ্যাত সাংবাদিক তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে নিখোঁজ হয়েছেন। বুধবার এ খবর প্রকাশ করেছে বিবিসি।
মঙ্গলবার বিকালে জামাল খাসোগি নামে ঐ সাংবাদিক সৌদি কনস্যুলেট ভবনে যাওয়ার পর থেকেই নিখোঁজ হন। তিনি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একজন কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার জন্য তিনি কনস্যুলেট ভবনে গিয়েছিলেন। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, ‘আমরা জানি না তাকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা। কিংবা কবে তিনি মুক্তি পাবেন।’
কনস্যুলেট অফিসে যাওয়ার সময় জামালের সঙ্গে ছিলেন তার বাগদত্তা। কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। জামালকে তার মোবাইল ফোন জমা দিতে হয়েছিল। অনেক দূতাবাস ও কনস্যুলেটে এই নিয়ম রয়েছে।
খবরে বলা হচ্ছে, বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতেই তিনি কনস্যুলেট অফিসে গিয়েছিলেন।
তার বাগদত্তা বলেছেন, কনস্যুলেট বন্ধ হওয়া পর্যন্ত তিনি বাইরে অপেক্ষা করেছেন। এরমধ্যে জামাল ফেরত আসেনি।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমি ঠিক জানি হচ্ছেটা কি। তিনি ভেতরে আছেন কিনা বা অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে- কিছুই জানতে পারছি না।’
তার বন্ধু তুরান কিসলাকসি বলেন, ‘পুলিশকে ইতোমধ্যে জানানো হয়েছে। আমি ১০০ ভাগ নিশ্চিত সে ভেতরেই আছে।’
তার নিখোঁজের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে জামালের ব্যক্তিগত ওয়েবসাইটে বলা হচ্ছে, ‘জামাল গ্রেপ্তার হয়েছেন।’
তুরস্কের দুজন কর্মকর্তার নাম প্রকাশ না করে রয়টার্স জানায়, তিনি এখনো কনস্যুলেট ভবনের ভিতরেই আছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্কের পুলিশ জামালের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।
সৌদি আরব এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: