![]() |
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭১ জনে। গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও ঘণ্টায় ৮০০ কিলোমিটার বেগে ছয় মিটার উচ্চতার ওই সুনামিতে দেশটির ৭০ হাজারেরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়েছে।
আজ শনিবার এক নতুন জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছেন উদ্ধারকর্মীরা, কারণ ভূমিকম্পে বিধ্বস্ত পালু শহরের ধ্বংসস্তূপ থেকে আরও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
ইতিমধ্যে দেশটির বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান-নিরাপত্তা বাহিনীসহ আন্তর্জাতিক মহলও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। কিন্তু পালু শহরের দূরবর্তী এলাকায় খাদ্য সাহায্য ও উদ্ধার অভিযান ধীর গতির হওয়ায় জাতিসংঘ সতর্ক করেছে দেশটিকে।
এছাড়া ভূক্তভোগীরা পর্যাপ্ত খাবার না পাওয়ায় দোকান থেকে খাবার চুরি করতেও বাধ্য হচ্ছে। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: