06 October 2018

রাশিয়ায় শক্তিশালী যুদ্ধবিমান মিগ-টুয়েন্টি নাইন বিধ্বস্ত


আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার মস্কোর কাছাকাছি বিধ্বস্ত হয়েছে শক্তিশালী যুদ্ধবিমান মিগ-টুয়েন্টি নাইন। রাশিয়ান ইন্টারন্যাশনাল টেলিভিশন নেটওয়ার্ক আরটি খবরটি নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আরটি জানিয়েছে, যুদ্ধবিমানটিতে থাকা দুজন পাইলটই বের হয়ে আসতে পেরেছেন। তবে তাদের অবস্থা সম্পর্কে জানাতে পারেনি গণমাধ্যমগুলো।

মিগ-টুয়েন্টি নাইন বিধ্বস্ত হয়ে যেখানে পড়েছে, সেখানেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কারণ জায়গাটি জনবসতি থেকে অনেক দূরে। দিমিত্রভস্কয় গ্রামের কাছে একটি জঙ্গলে বিধ্বস্ত হয় ওই বিমানটি। বিধ্বস্ত হওয়ার পর জরুরিভিত্তিতে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে কর্তৃপক্ষ। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

প্রশিক্ষণের জন্য জুকভস্কি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মিগ-টুয়েন্টি নাইন। মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে যাওয়ার পর এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে রাশিয়ান ডিফেন্স থেকে বলা হয়েছে, কন্ট্রোল সিস্টেমে সমস্যা দেখা দেওয়ার কারণেই দুর্ঘটনায় পড়ে বিমানটি। অবশ্য সঠিক কারণ অনুসন্ধানের জন্য ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এর আগে রাশিয়ার চ্যানেল ফাইভ জানায়, জুকভস্কি বিমানবন্দরে পরীক্ষামূলক উড্ডয়নের সময় কেবিনে আগুন লাগার ঘটনায় জরুরি অবতরণ করে মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধ বিমানটি। এ ঘটনায় একজন আহত হয় বলেও জানায় তারা।


শেয়ার করুন

0 facebook: