07 October 2018

গ্রিনিচের পরিবর্তে কাবা শরিফ থেকে ‘টাইম জোন’ নির্ধারণের দাবি


আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিনিচের পরিবর্তে কাবা শরিফ থেকে ‘টাইম জোন’ নির্ধারণের দাবি জানিয়েছে মাজলিসু রুইয়াতিল হিলাল। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘গ্রিনিচের পরিবর্তে পবিত্র কাবা শরিফের ওপর দিয়ে প্রাইম মেরিডিয়ান স্থির ও বাস্তবায়ন করার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ দাবি জানান।

তারা বলেন, পৃথিবীর কেন্দ্র পবিত্র কাবা শরীফ , যা নিয়ামত দ্বারা পূর্ণ এবং মানব ও জিন জাতির জন্য পথপ্রদর্শক। পৃথিবীর বিস্তৃতিও ঘটেছে পবিত্র কাবা শরিফ থেকে। তাই পৃথিবীর সব ‘সময় অঞ্চল’ (Time Zone) পবিত্র এ কাবা শরিফ থেকেই চারপাশে নির্ধারণ হওয়া কর্তব্য। সেজন্য ‘গ্রিনিচ মিন টাইম’ (GMT)-এর পরিবর্তে ‘কাবাশরিফ মিন টাইম’ (KMT) চালু করা মুসলিম বিশ্বের দায়িত্ব ও কর্তব্য।

সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মাসিস্ট এ বি এম রুহুল হাসান। এ ছাড়া দীন ইসলামের আলোকে GMT-এর পরিবর্তে KMT চালু করার প্রয়োজনীয়তা তুলে ধরেন মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার নির্বাহী সম্পাদক আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহম্মদ আবু বকর সিদ্দীক হাসান।


শেয়ার করুন

1 comment: