14 October 2018

ঐক্য থেকে বি চৌধুরীর বিদায়ঃ কিভাবে দেখছে আওয়ামী লীগ


স্বদেশবার্তা ডেস্কঃ জাতীয় ঐক্য প্রক্রিয়ার শুরু থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ বিষয়টিকে নিয়ে মন্তব্য করে আসছেনপ্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেনপাশাপাশি এই তৎপরাতাকে নেতিবাচকভাবেও দেখেছেন অনেক আওয়ামী লীগ নেতাশনিবার যখন এই প্রক্রিয়া থেকে বিকল্পধারা চলে গেল তারপরও এ নিয়ে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা

আওয়ামী লীগের দুজন প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান ও ড. আবদুর রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, ‘জনভিত্তি ছাড়া কোনো ঐক্য টিকতে পারে নাআমরা আগেই বলেছিলাম ড. কামাল ও বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) দের ঐক্যে কোনো ফলাফল আসবে নাকারণ শূন্য যোগ শূন্য সমান শূন্যই হয়অনেকগুলো শূন্য যোগ করলেও অন্য কোনো অঙ্কের ফিগার দাঁড়াবে নাকারণ এসব নেতা ব্যক্তি হিসেবে পরিচিত, কিন্তু জনভিত্তি নেই

জাতীয় ঐক্যফ্রন্ট- এর সাথে সম্পর্কচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান বলেন, ড. কামাল ও বি. চৌধুরীরা ঐক্য করলো কি না করলো সেটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেইতবে তাদের ঐক্য করায় মোটামুটি খুশি হয়েছিলাম যে এই ঐক্য নির্বাচনে অংশ নেবে

তিনি বলেন, যারা একত্রিত হয়ে ঐক্য করেছে তাদের সবাইকে মানুষ চেনেতারা কখন কোন রাজনৈতিক দল করেছেন সেটাও মানুষ জানেতবে ঐক্য থাকুক আর না থাকুক তারা যেন নির্বাচনে অংশ নেয়অতীত ভুলে নতুন করে গঠনমূলক কিছু করলে খুশি হবো

এ সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, যখন তারা ঐক্য করে তখনই বলে দিয়েছি ঐক্য হলেও আমরা শঙ্কিত নাকারণ তাদের আমরাও চিনি বাংলাদেশের মানুষও চেনেবাংলাদেশের মানুষ তাদের চেনে ব্যক্তি হিসেবেতাদের ঐক্য কোনো কাজে আসবে নাকারণ শূন্য যোগ শূন্য সমান শূন্যই হয়এ পথ হারা পাখি

তাদের প্রত্যেকের ব্যক্তিগত একটা ভাবমূর্তি আছেকিন্তু জনভিত্তি নেইএ কারণে রাজনীতিতে তারা সফল হতে পারবে নাতবে বিএনপি নিঃসন্দেহে একটা বড় দলকিন্তু দুর্নীতি আর লুটপাটের কারণে তারাও তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে

শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্ট- এর সঙ্গে সম্পর্কছেদ করার ঘোষণা দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)তবে তাদের (বিকল্পধারা) দুটি শর্ত পূরণ হলেই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হবে বিকল্পধারা

শর্ত দুটি প্রসঙ্গে বদরুদ্দোজা চৌধুরী বলেন, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনো ঐক্য প্রক্রিয়ায় আমরা যুক্ত হবো নাআমরা ভারসাম্যের রাজনীতি চাইকোনো একক দলের আধিপত্য চাই নাএছাড়া সংসদে ভারসাম্য এবং স্বেচ্ছাচারিতা বন্ধ করতে নিজ দলের জন্য ১৫০ আসন দাবি করেন তিনি

সূত্রঃ নয়া দিগন্ত


শেয়ার করুন

0 facebook: