14 October 2018

ভারতে মদের হোম ডেলিভারি চালু


আন্তর্জাতিক ডেস্কঃ দোকানে গিয়ে কিনতে হবে না মদ, অর্ডার করলেই বাড়িতে পৌঁছে যাবে কাংক্ষিত মদএমন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ভারতের মহারাষ্ট্র সরকার

এনিয়ে সমালোচনার বিষয়কে পাত্তা না দিয়ে ইতিবাচক দিক তুলে ধরে ভারতের মহারাষ্ট্র সরকারের আবগারি মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রের মঙ্গলের জন্য এব্যবস্থা করা হচ্ছেবারে গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে কেউ যাতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা না ঘটায় এজন্য এ ব্যবস্থা করা হচ্ছে

তিনি আরও বলেন, প্রতিবছর মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালিয়ে অনেক দুর্ঘটনা ঘটেআর এজন্য অনেক মানুষকেও প্রাণ হারাতে হয়সব কিছু দিক বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিচ্ছিতবে যেকেউ চাইলে মদের অর্ডার করতে পারবে নাএজন্য ২১ বছর বয়সী হতে হবেসঙ্গে থাকতে ভোটার আইডি কার্ডসঠিক তথ্য দেওয়ার পরই মিলবে মদআমরা কিছু অনলাইন ওয়েবসাইটকে মদ ডেলিভারির অনুমতি দিব

এছাড়াও তিনি বলেন, অনুমোদনকৃত অনলাইন সাইটগুলোর উপর আমাদের সবসময় নজরদারি থাকবেকোন ধরনের চোরাচালানকারী যাতে এখানে প্রবেশ করতে না পারে আমরা সে ব্যবস্থা করব

মহারাষ্ট্র সরকারের এমন সিদ্ধান্তকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে ভারতের একটি আইনজীবী মহলতাদের ভাষ্য, এতে করে দুর্ঘটনা কমবে সঙ্গে অনেক লোকের কর্মসংস্থান ও মিলবে

তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ভারতের অনেক সমাজসেবী


শেয়ার করুন

0 facebook: