14 October 2018

পেট্রোল চুরি করতে গিয়ে প্রাণ গেল ৩০ চোরের


আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ নাইজেরিয়ায় পেট্রোল চুরি করতে গিয়ে ৩০ চোরের মৃত্যু হয়েছেএ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশিবিষয়টি নিশ্চিত করেছেন আহত এক চোর ও সেখানকার কর্মকর্তারা

স্থানীয় সময় শুক্রবার রাত দেড়টার দিকে আবা নামক শহরে এ ঘটনা ঘটে আহত নামদি তোচুকু পেট্রোল চুরির বিষয়টি স্বীকার করে জানান, এ ঘটনায় ৩০ জনের পোড়া মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা


নাইজেরিয়ার জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, হতাহতরা পেট্রোল চুরির উদ্দেশ্যে পাইপলাইনে ভাঙচুর করে এবং এ কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে'আসলে এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সঠিকভাবে তার হিসাব আমি দিতে পারব নাতবে এ অগ্নিকাণ্ড পেট্রোল চুরির সময়ই ঘটেছে।-আল-জাজিরা


শেয়ার করুন

0 facebook: