আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ
নাইজেরিয়ায় পেট্রোল চুরি করতে গিয়ে ৩০ চোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন
আরও ৩০ জনের বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন আহত এক চোর ও সেখানকার কর্মকর্তারা।
স্থানীয়
সময় শুক্রবার রাত দেড়টার দিকে আবা নামক শহরে এ ঘটনা ঘটে। আহত নামদি তোচুকু পেট্রোল চুরির বিষয়টি স্বীকার করে জানান, এ ঘটনায় ৩০ জনের পোড়া মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
নাইজেরিয়ার
জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, হতাহতরা পেট্রোল চুরির
উদ্দেশ্যে পাইপলাইনে ভাঙচুর করে এবং এ কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 'আসলে এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সঠিকভাবে তার হিসাব আমি দিতে পারব না। তবে এ অগ্নিকাণ্ড পেট্রোল
চুরির সময়ই ঘটেছে।-আল-জাজিরা
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: