![]() |
খবরে বলা হয়, ই-মেইল পাওয়ার পরই দেশজুড়ে গোয়েন্দাদের নেটওয়ার্ককে সক্রিয় করা হয়েছে। কারা মোদীকে খুন করার ষড়যন্ত্র করছে, সেটা এখনও জানা যায়নি। যদিও হুমকি দিয়ে পাঠানো ই-মেইলটি যে সার্ভার থেকে পাঠানো হয়েছে, সেই সার্ভারটি উত্তর-পূর্ব ভারতের আসামে অবস্থিত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা।
প্রধানমন্ত্রী মোদীকে খুনের হুমকি অবশ্য এটাই প্রথম নয়। এ বছরের জুনেই একটি গোপন চিঠি উদ্ধার করার কথা জানায় পুনে পুলিশ। সেই চিঠিতে মোদীকে খুন করার ছক লেখা ছিল, এমনটাই জানানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেক্ষেত্রে অবশ্য সন্দেহের তীর ছিল মাওবাদীদের দিকে। জানা গিয়েছিল রাজীব গান্ধীর আদলেই মোদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। মহারাষ্ট্রে ভিমা কোরেগাঁও দাঙ্গার তদন্ত করতে গিয়েই এ চিঠিটি হাতে এসেছিল গোয়েন্দাদের। ২০১৭ সালের ১৮ এপ্রিল লেখা এ চিঠিটি পাওয়া গিয়েছিল রোনা উইলসন নামের এক সমাজকর্মীর দিল্লির বাড়ি থেকে। ভিমা কোরেগাঁও দাঙ্গায় রোনা উইলসনসহ আরও পাঁচ সমাজকর্মীকে জুনেই গ্রেফতার করা হয়েছিল। তখনই মোদীকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি প্রথম সামনে আসে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 facebook: