16 October 2018

ফেরত আসা শ্রমিকদের দায় নিচ্ছে না দুই এজেন্সি


স্বদেশবার্তা ডেস্কঃ বাংলাদেশ থেকে ৬২ জন শ্রমিককে মালয়েশিয়ায় কলিং ভিসায় পাঠিয়েছিল ক্যাথারসিস ইন্টারন্যাশনাল ও প্যাসেস অ্যাসোসিয়েটসসে দেশে সুপার ম্যাক্স গ্লোব নামের একটি কোম্পানিতে ওই শ্রমিকদের কাজ দেওয়ার কথা ছিলকিন্তু শ্রমিকরা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছে দুই দিন অপেক্ষা করার পরও সুপার ম্যাক্স গ্লোব থেকে কেউ তাদের রিসিভ (গ্রহণ) করতে আসেনিএ অবস্থায় দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওই শ্রমিকদের দেশে ফেরত পাঠায়ফেরত আসার পর শ্রমিকদের ব্যাপারে দায় নিতে চাচ্ছে না প্রতিষ্ঠান দুটিঅভিযোগ উঠেছে, ওই প্রতিষ্ঠান দুটি একে অপরকে দায় দিয়ে বাঁচার চেষ্টা করছে

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ থেকে ১০ অক্টোবর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৬২ জন শ্রমিক মালয়েশিয়া যানমালয়েশিয়া পৌঁছানোর পর সেখানে তাদের গ্রহণ করার জন্য কোম্পানির পক্ষ থেকে লোক আসার কথা ছিলকিন্তু কেউ না আসায় তাদের ফেরত পাঠায় দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ

দেশে ফেরত আসা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা দেশটিতে পৌঁছানাের পর বিমানবন্দরের ভেতরে ২৪ ঘণ্টা অপেক্ষা করেনতারা সংশ্লিষ্ট কোম্পানির কাউকে পাননিপরে দেশটির ইমিগ্রেশন পুলিশ তাদের বিমানবন্দরের একটি কক্ষে আটকে রাখেসেই কক্ষে তারা এক দিন এক রাত থাকার পর তাদের ফেরত পাঠানো হয়

এই শ্রমিকদের বেশির ভাগই জায়গা-জমি, দোকান, ঋণ করা টাকা সংগ্রহ করে এজেন্সিগুলোকে দিয়েছিলেনতাদের স্বপ্ন ছিল, বাড়তি আয় হবে, সংসারে সচ্ছলতা ফিরবেঘটেছে উল্টোকী করে সামনের দিন চলবে সেই চিন্তায় এখন তাদের মাথায় হাত

এদিকে বেশ কয়েক মাস ধরে মালয়েশিয়ায় ধরপাকড় চলছেঅনেক বাংলাদেশি শ্রমিককে ধরে জেলে রাখা হচ্ছেকেউ কেউ ছাড়া পেয়ে দেশে চলে আসছেন বা দেশটিতে গা-ঢাকা দিয়ে থাকছেনএসব খবর প্রতিনিয়ত গণমাধ্যমেও আসছেএরই মধ্যে কলিং ভিসা বন্ধের ঘোষণাও আসে দেশটির পক্ষ থেকেকিন্তু কলিং ভিসা বন্ধের পরও কিছু এজেন্সি লোক পাঠানোর নামে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে

সম্প্রতি ফেরত আসা শ্রমিকদের সঙ্গে এ প্রতারণাই করা হয়েছেস্বল্প শিক্ষিত ও গ্রামের এসব সহজ-সরল মানুষের অনেকেই এখনো বিষয়টি বুঝে উঠতে পারেননি
তাদের সঙ্গে আলাপকালে জানা যায়, ফেরত আসা শ্রমিকদের দুই বছরের চুক্তিতে নিয়ে যাওয়া হয়েছিলকিন্তু তারা এখনো জানতে পারেননি কী কারণে তাদের ফেরত আসতে হলোআর কী সমস্যা ছিল তাদের কাগজপত্রে

বিষয়টি জানার জন্য কয়েকজন গতকাল (১৪ অক্টোবর) দুুপুরে বনানীতে থাকা দুই এজেন্সির অফিসে গেলে ফেরত আসা কয়েকজন শ্রমিক তাদের পাসপোর্ট আটকে রেখে দিয়েছে বলে জানান

দেশে ফেরা বগুড়া সদরের আনোয়ার হােসেন জানান, তিনি মালয়েশিয়া যাওয়ার আগে চট্টগ্রামে ভবন নির্মাণের কাজ করতেনসেখানে কাজ করে ভালোই টাকা পেতেনতিন ভাই-বোনের মধ্যে তিনি মেজতার টাকায় বাবা-মা সংসার চালাতেনজমি-জমা বলতে ভিটে ছাড়া তেমন কিছু নেইতার পরিবার জমি বিক্রি করে ক্যাথারসিস ইন্টারন্যাশনালকে সাড়ে তিন লাখ টাকা দেনআশা ছিল, দেশটিতে গিয়ে তিনি টাকা কামাই করে আবারও জমি কিনবেনকিন্তু তা আর হলো না

আনোয়ার বলেন, ‘২৪ ঘণ্টা বিমানবন্দরের ভেতরে ছিলামসেখানে তারা এক বেলা কিছু খাবার দিছিলপরে আমাদের একটা রুমে বন্দী করা হইছিলএক দিন এক রাত আছিলামমাত্র এক বেলা খাওয়াইয়া দেশে পাঠায় দিছেআনোয়ার জানান, সেই রাত আর দিনের কথা মনে হলে তার গা শিউরে ওঠেবন্দী থাকাকালীন ভেবেছিলেন আর হয়তো কখনোই দেশে ফিরতে পারবেন নাস্বজনদের মুখ দেখতে পাবেন না

বগুড়ার আনোয়ারের মতোই কিশোরগঞ্জের পাকুন্দিয়ার নাসিরও গিয়েছিলেন মালয়েশিয়ায়মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার আগে রিপন এলাকায় একটি খাদ্য উৎপাদনকারী কোম্পানির ডিলার হিসেবে কাজ করতেনতার দুই সন্তানের কথা চিন্তা করে তিনি বিদেশ যান

রিপন জানান, তাকে মালয়েশিয়ার সুপার ম্যাক্স কোম্পানিতে চাকরি দেওয়া হবেসেখানে তিনি আট ঘণ্টা কাজের পাশাপাশি আরও ছয় ঘণ্টা করে ওভারটাইম করতে পারবেনসব মিলে মূল বেতনে এক হাজার রিঙ্গিতের সাথে ওভারটাইমের টাকাও তাকে দেওয়া হবেএই স্বপ্নে বিভাের হয়ে তিনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেনপরে মালয়েশিয়ায় যান ঠিকই কিন্তু সেখানকার বিমানবন্দর আর অতিক্রম করতে পারেননি

কেন বিদেশ গেলেন আর কেনই বা ফিরে এলেনএমন প্রশ্নের জবাবে রিপন বলেন, ‘শুনলাম এজেন্সির সাথে নাকি কোম্পানির ঝামেলা আছিলকিন্তু সেসব তারা আমাদের বলে নাইআর এজেন্সিরে তো ধইরা সকলে যাইতাছেতাই আমিও গেছিলামবিদেশ যাওয়ার তো আর কোনো বিকল্প পথ দেখি না

এমনই আরেকজন ভুক্তভোগী হচ্ছেন নাসিরতিনি জানান, তার এলাকার এক ব্যক্তির মাধ্যমে তিনি মালয়েশিয়া যাওয়ার তথ্য পানপরে তাকে ম্যানেজ করে হাতে ৫০-৬০ হাজার দিয়েছিলেনবাকি সব টাকাও তার মাধ্যমে তিনি এজেন্সিকে দেনতবে এজেন্সির মালিক স্বপনের সাথে তার কখনোই দেখা-সাক্ষাৎ হয়নি

দেশে ফেরার পর তিনি ওই এজেন্সির অফিসের সাথে যােগাযােগ করতে গেলে তারা তার পাসপোর্ট রেখে দিয়ে জানিয়েছে, সামনের সপ্তাহে নাকি তারা তাকে আবারও সে দেশ পাঠাবেকিন্তু বিষয়টি যাচাই-বাছাই করার মতো তেমন জ্ঞান বা শক্তিও নেই নাসিরেরকারণ তিনি গ্রামের স্বল্প শিক্ষিত মানুষ

নাসির মালয়েশিয়ার ভাষা ও সেখানে কী কাজ করবেনকিছুই জানতেন নাতারপরও তারা তাকে সে দেশের কোম্পানিতে চাকরির জন্য পাঠিয়েছিলভাগ্য ভালো যে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের হাতে তারা আটক হওয়ার পরও দেশে ফিরতে পেরেছেন
নাসির জানান, রাজধানীর বনানীর এলাকার কবরস্থানের পূর্ব পাশের ২২ নম্বর রােডের ১১ নম্বর বাসায় তাদের মেডিকেলের জন্য নেওয়া হয়েছিলসেখানেই তাকে পাঠায় এজেন্সির অফিসকিন্তু তিনি এজেন্সির ম্যানেজার আদিল সরদারের নাম বলতে পারলেও সংশ্লিষ্ট কারো ফােন নম্বর দিতে পারেননি

ফেরত আসা ফেনীর আবুল হাসান জানান, তারা সবাই কলিং ভিসায় গিয়েছিলেনতাদের বলা হয়েছিল সেখানে গেলে এক হাজার রিঙ্গিতে তারা কাজ করবেনআর তাদের কলিং ভিসার মেয়াদ নভেম্বর পর্যন্ত থাকলেও আগেই তাদের ফেরত পাঠানো হয়েছেতিনি বলেন, ‘আমরা এত টাকা-পয়সা খরচ করে গেলাম, এর দায়ভার ক্যাথারসিসকে নিতে হবেফেরত আসা এই শ্রমিকরা এজেন্সির ঠিকভাবে নাম ও নম্বর দিতে না পারলেও দুই এজেন্সির নাম ও ঠিকানাপরে রবিবার সন্ধ্যায় তার একটি এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালে যাওয়া হয়বনানীর কে ব্লকের ২২ নম্বর রােডের ১১ নম্বর বাসায় ক্যাথারসিস ইন্টারন্যাশনালের অফিস

আরও খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জি টু জি চুক্তির অধীনে শ্রমিক পাঠানাে ১০ এজেন্সির এটি একটিপ্রতিষ্ঠানটির ভেতরে ঢুকতেই লাল মিয়া নামের একজন ছুটে এলেনজানতে চাইলেন, নিজে বিদেশ যাব নাকি কাউকে বিদেশ পাঠাবপরে না’-সূচক জবাব শুনে তিনি কিছুটা দমে গেলেনজানতে চাইলাম প্রতিষ্ঠান কোন কোন দেশে লোক পাঠায়তিনি জানান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশতবে এখন ভুটানও পাঠাচ্ছেভুটান যেতে কত লাগবে এবং কোন ভিসায় পাঠাতে পারবেন? এ প্রশ্নে তিনি জানান, ভুটান যেতে দুই লাখ ২০ হাজার টাকা খরচ হবে আর হোটেল ভিসায় তিনি পাঠানোর ব্যবস্থা করে দেবেনভুটানে গেলে ১৮০০ ডলারে কাজের সুুযোগ করে দেবে এজেন্সি

প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে ম্যানেজার আদিল সরদারের সঙ্গে কথা হয়তিনি জানান, তারা বর্তমানে মালয়েশিয়ায় লোক পাঠানো বন্ধ রেখেছেনভিসা চালু হলে আবার পাঠাবেনতবে সময় লাগবে আরও দুই থেকে তিন মাস

একটি সূত্র বলছে, হযরত শাহজালাল বিমানবন্দরের এক কর্মকর্তার সঙ্গে সখ্য রয়েছে ক্যাথারসিস ইন্টারন্যাশনালেরতারা তাদের টাকার বিনিময়ে ম্যানেজ করে কুয়ালালামপুর বিমানবন্দর পর্যন্ত এই ৬২ ব্যক্তিকে পাঠায়কিন্তু তাদের ভিসা সমস্যার কারণে তাদের আবারও দেশে পাঠিয়ে দেওয়া হয়

বিষয়টি জানতে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের পরিচালক ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফােনে পাওয়া যায়নিএরপর তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জিয়ার সঙ্গে যোগাযোগ করে তাকেও পাওয়া যায়নি

প্যাসেস অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ আলমকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমরা আসলে পাঠাইনিঅন্য দুই প্রতিষ্ঠান পাঠিয়েছেএ বিষয়ে আমি আপনার সাথে পরে কথা বলবপরে আরিফ আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি

প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক রাকিব মোস্তফা বলেন, ‘আমরা এসব শ্রমিকদের পাঠাইনিদুই এজেন্সির (ক্যাথারসিস ইন্টারন্যাশনাল ও প্যাসেস অ্যাসোসিয়েটস) মাধ্যমে অটো হয়ে আসা ভিসাগুলো আমরা প্রসেসিং করেছি মাত্রআসলে তারাই এসব শ্রমিক পাঠানাের কাজ পেয়েছিল

এ ব্যাপারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) অর্থ সম্পাদক শওকত হোসেন সিকদার বলেন, ‘কলিং ভিসা এখনো আসতেছেকিন্তু কোনো মেডিকেল হচ্ছে নাকোনো বই (চাহিদাপত্র) পাঠানো হচ্ছে নাসেগুলোই এখনো আসছেচলতি মাসেও শ্রমিক মালয়েশিয়ায় যাচ্ছেওইটা কোম্পানির সঙ্গে এজেন্সির একটি ঝামেলা ছিলদেশটির কোম্পানির সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিলতবে সেটা মীমাংসাও হয়ে গেছেএরই মধ্যে আবার কলিং ভিসার মেয়াদও শেষ হয়ে গেছেএ কারণে তাদের ফেরত আসতে হয়েছেতবে দুই এজেন্সি দ্রুত তাদের ভিসাগুলো নবায়ন করে আবারও পাঠাবে


শেয়ার করুন

0 facebook: