16 October 2018

মুসলিমদের চেয়ে হিন্দুদের ত্যাগ বেশি, মুসলমারা ভোগ বিলাসীঃ তসলিমা নাসরিন


আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিমদের চেয়ে হিন্দুদের ত্যাগ বেশি বলে মন্তব্য করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন

ভারতে নির্বাসিত বাংলাদেশি এ লেখিকা মঙ্গলবার ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ মন্তব্য করেন

স্ট্যাটাসে তিনি লেখেন- আমার এক বন্ধু গাড়িতে বসেও ভগবানের নাম জপেপ্রতিদিন সকালে চান সেরে পুজো করতে বসেনবরাত্রি চলছে, প্রতিদিন ৫ ঘণ্টা করে পুজো করছে, ব্রত পালন করছে, ফল আর জল ছাড়া আর কিছু খাচ্ছে না

এমনিতে শনি-বৃহস্পতিবার আর মঙ্গলবার মাছ-মাংস খায় নাকিছু দিন পরপরই অবশ্য মাছ-মাংস বন্ধ থাকেএকবার বলে পিতৃপক্ষ চলছে, মাছ-মাংস চলবে না, আরেকবার বলে শাওন মাস চলছে- পুরো শাওন মাস মাছ-মাংস বন্ধআবার বলে- পুজো এসে গেছে, মাছ-মাংস তো বন্ধই, তবে সবজি চলবে; কিন্তু পেঁয়াজ-রসুন বাদ দিয়ে

তসলিমা বলেন, সারা বছর এই ব্রত সেই উপোস লেগেই আছেবন্ধুটি কিন্তু কোনো গেরুয়া পোশাকের সন্ন্যাসী নয়রীতিমতো আধুনিক পোশাক পরা সাংবাদিক, যাকে লোকে প্রগতিশীল বলে গণ্য করে

মুসলিমদের চেয়ে হিন্দুদের ত্যাগ বেশি মন্তব্য করে তিনি স্ট্যাটাসে লেখেন- মাঝেমধ্যে ভাবী, মুসলমানরা প্রচণ্ড আরামে আছে, সারা বছর মোগলাই খান, ননস্টপ খেয়েই যাচ্ছেবছরে এক মাসের জন্য একটা উপোসের মাস আসে বটে, ওই মাসটায় সবচেয়ে বেশি ভোজন চলেমুসলমানদের তুলনায় হিন্দুদের ত্যাগ যে কী ভয়াবহ, না দেখলে বিশ্বাস করা যায় না

দুর্গম পাহাড়ে উঠছে মন্দিরে যাওয়ার জন্যমাইলের পর মাইল হেঁটে গঙ্গাজল কাঁধে করে নিয়ে যাচ্ছে দূরের মন্দিরেসারারাত নদীর জলে কোমর অবধি ডুবিয়ে দাঁড়িয়ে থাকে, হাতে ধরে রাখে ফলমূলের ঝুড়ি, সূর্য দেবতা যেন খুশি হনভগবানকে পেতে গুরু ধরে এরা, গুরুরা ঠকিয়ে সর্বনাশ করেআর কোনো ধর্মীয় সম্প্রদায় মুসলমানদের মতো এত ভোগ বিলাসী নয়


শেয়ার করুন

0 facebook: