16 October 2018

সৌদি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২


আন্তর্জাতিক ডেস্কঃ প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছেস্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য নিউ আরব জানায়, সোমবার তাবলুক প্রদেশের উত্তর-পশ্চিমে এই দুর্ঘটনায় দুই পাইলট নিহত হন

যুক্তরাজ্য থেকে আমদানি করা সামরিক বিমানটির দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে কর্তৃপক্ষতবে ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যায়নিএমনকি বিমানে কতজন ক্রু ছিল তাও নিশ্চিত করেনি তারা

এদিকে আরবি ভাষায় প্রকাশিত কয়েকটি গণমাধ্যম বলছে, জর্ডান সীমান্তে বিমানটি বিধ্বস্ত হয়এতে নিহত দুজন হলেন ক্যাপ্টেন সৌদ বিন নাসের বিন জারিস এবং ফার্স্ট লেফটেন্যান্ট আহমেদ বিন আবদুল আজিজ আল দাবিয়ান

প্রসঙ্গত, বর্তমানে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরবনিজেদের সমর্থিত দলকে ক্ষমতায় আনতে এমন কাজ করছে দেশটিমূলত ইয়েমেনের দক্ষিণে বিমান হামলায় প্রচুর বেসামরিক লোক মারা যাচ্ছেএ কারণে জাতিসংঘের তীব্র সমালোচনার মুখে পড়েছে সৌদি জোট

২০১৫ সালে সৌদি জোটের হস্তক্ষেপের পর ইয়েমেনে এখন পর্যন্ত ১৭ হাজার মানুষ মারা গেছেএর মধ্যে বেশিরভাগই বেসামরিকএমন পরিস্থিতিতে ইয়েমেনে সর্বোচ্চ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়ে আসছে জাতিসংঘ


শেয়ার করুন

0 facebook: