19 October 2018

তারেককে ফেরত পাঠাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য আওয়ামী লীগের চিঠি

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে

চিঠিতে বলা হয়েছে, লন্ডনে বসবাসরত বিএনপি নেতা তারেক রহমানের যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো  হোকবাংলাদেশের আদালতে তিনি দণ্ডাদেশপ্রাপ্ত এবং পলাতক ব্যক্তিযুক্তরাজ্য সরকার তাকে আশ্রয় দেয়ায় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি উদ্বিগ্নতারেক রহমান যুক্তরাষ্ট্রের কাছেও অপরাধী হিসাবে চিহ্নিতঅতএব এ বিষয়গুলির আলোকে তার রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে বাংলাদেশে  ফেরত পাঠাতে দৃঢ়ভাবে অনুরোধ করছিআমাদের দাবি অনুযায়ী ব্যবস্থা নিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে তার অফিস কর্মকর্তাদের  কাছে চিঠিটি হস্তান্তর করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুকএসময়ে ওই স্থানে সংগঠনের নেতাকর্মীরা  বিক্ষোভ সমাবেশ করেন


শেয়ার করুন

0 facebook: