26 October 2018

কঠোর কর্মসূচির কথাও ভাবছেন ঐক্যফ্রন্ট নেতারা

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ সংলাপের দরজা খোলা রেখেই মাঠের কর্মসূচি নিয়ে সামনে এগোবে জাতীয় ঐক্যফ্রন্টনানা প্রতিকূলতার মধ্যেও সিলেটের জনসভা সফল হওয়ায় ঐক্যফ্রন্টের নেতারা ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেনসুষ্ঠু নির্বাচনের জন্য সাত দফা দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেয়ার কথাই ভাবছে জোটটিনেতারা মনে করছেন, সরকার তাদেরকে চ্যালেঞ্জ মনে করছেআর এ কারণেই জোট গঠনের দুই সপ্তাহ না যেতেই তাদের শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে

মাঠের প্রথম কর্মসূচি হিসেবে গত বুধবার সিলেটে জনসভা করেছে ঐক্যফ্রন্টনেতারা বলেছেন, জনসভার অনুমতি দিতে প্রশাসনের গড়িমসি, নেতাকর্মীদের জনসভায় আসতে বাধা দেয়া, গ্রেফতার, তল্লাশির পরেও সিলেটের জনসভায় বিপুল মানুষ অংশ নিয়েছেজনসভাও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছেএতে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে তাদের আত্মবিশ্বাস বেড়েছেযদিও সামনে ঐক্যফ্রন্টকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করা হচ্ছে

আগামীকাল ২৭ অক্টোবর চট্টগ্রামে ঐক্যফ্রন্টের দ্বিতীয় জনসভার কর্মসূচি রয়েছেঐতিহাসিক লালদীঘি মাঠে এই জনসভা করতে চায় ঐক্যফ্রন্টকিন্তু এখনো সেই জনসভার অনুমতি মেলেনিলালদীঘি মাঠে জনসভা করার অনুমতি চেয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গত ২০ অক্টোবর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাছে আবেদন করা হয়েছেতবে এখনো সিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নিএরই মধ্যে সেখানে গ্রেফতার অভিযান চলছেচট্টগ্রাম বিএনপির দুই শীর্ষ নেতা মাহবুবের রহমান শামীম ও আবুল হাশেম বক্করকে গ্রেফতার করা হয়েছে

জানা গেছে, জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে সিরিজের নিরাপত্তার কথা বলে সিএমপি জাতীয় ঐক্যফ্রন্টকে আগামীকাল শনিবার জনসভার অনুমতি শেষ পর্যন্ত না-ও দিতে পারেএরপর ঐক্যফ্রন্টের তৃতীয় জনসভা রয়েছে রাজশাহীতেআগামী ২ নভেম্বর রাজশাহীতে জনসভার কর্মসূচি রয়েছেপ্রথমে ৩০ অক্টোবর রাজশাহীতে জনসভা হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে দেয়া হয়েছে

জানা গেছে, এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার পর সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে বাধ্য করতে আরো কঠোর কর্মসূচি দিতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টসিলেটের জনসভায় এমন আভাস দিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনসাত দফা দাবি আদায়ে তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান

জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, আগামী ১৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ রেখে আগামী ৪ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশনজাতীয় ঐক্যফ্রন্টের দাবি না মেনে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে ওই দিন থেকেই সারা দেশে তীব্র প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এই জোটেরতবে তার আগ পর্যন্ত দাবি আদায়ে সরকারকে আবারো সংলাপে বসার আহ্বান জানানো হবেশেষ পর্যন্ত যদি সরকার সংলাপের পথে না আসে তাহলে কঠোর কর্মসূচি দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে

এ দিকে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের দুই সপ্তাহের মধ্যে দুই নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছেগত সপ্তাহে ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটির সদস্য ব্যারিস্টার মইনুল হোসেন এবং সমন্বয় কমিটির সদস্য মনিরুল হক চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছেআরো একাধিক নেতার বিরুদ্ধে মামলা ঝুলছেদুই নেতা কারাগারে যাওয়ায় সামনে কর্মসূচি সফলে আরো সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নেয়া হয়েছে

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস কাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে সাথে নিয়ে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্টগণফোরাম সভাপতি ড. কামাল গতকাল বৃহস্পতিবার বলেছেন, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেইএই সরকারের বিরুদ্ধে আজ সব মানুষ ঐক্যবদ্ধসিলেট থেকে শুরু হওয়া আন্দোলন সফল হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি


শেয়ার করুন

0 facebook: