27 October 2018

শ্রমিক-পুলিশ সংর্ঘর্ষ, গুলিতে একক শ্রিমিক নিহত


স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী প্রথম বুড়িগঙ্গা সেতুকে টোলমুক্ত করার দাবিতে আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সময় গুলিতে একজন শ্রমিক নিহত হয়েছেনএ সময় গুলিতে আহত হয়েছে আরো শতাধিক শ্রমিকসংঘর্ষে ওসিসহ ৩০জন পুলিশ আহত ও ব্যাপক গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছেগতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে থেমে থেমে বেলা ১টা পর্যন্ত ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে

সংঘর্ষের সময় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েআশপাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানুষ নিরাপদে সরে যায়রাস্তার পাশে থাকা প্রাইভেটকারসহ পুলিশের গাড়িও ভাংচুর করা হলে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়এ সময় দূর্ভোগে পড়েন সাধারণ মানুষনিহতের পরিবহন শ্রমিকের নাম সোহেল (২৮)তিনি মহেন্দ্র গাড়ির চালকআহতদের মধ্যে গুলিবিদ্ধ ৮জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

স্থানীয়রা প্রথম বুড়িগঙ্গা সেতুর টোল নিয়ে গত কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার জন্য সড়ক ও জনপথ বিভাগের দুর্নীতিকে দায়ী করেছেনশ্রমিক নেতাদের অভিযোগ, বরাবরই এই সেতুর টোল নির্ধারণ নিয়ে সড়ক বিভাগ সিন্ডিকেটের আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেসেই ধারাবাহিকতায় এবারও লাখ লাখ টাকা ঘুষের বিনিময়ে একটি অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে টোল আদায়ের দায়িত্ব দিয়েছেশুধু তাই নয়, টোল আদায়কারী প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দিতে অসামঞ্জস্যপূর্ণ টোল নির্ধারণ করা হয়েছেযেখানে দুই বছর আগে একটি ট্রাকের টোল ৩০ টাকা থেকে বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছেআবার এতদিন ত্রি-চক্রযান টোলমুক্ত থাকলেও সিএনজি অটোরিকশাতে ২৫ টাকা টোল ধরা হয়েছেএকই সাথে মোটরসাইকেলের টোল ধরা হয়েছে ১৫ টাকাশ্রমিক নেতাদের অভিযোগ, মুন্সীগঞ্জ জেলা সড়ক বিভাগকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে টোলের অঙ্ক বাড়িয়ে নিয়েছে টোলের ইজারাদারএই টোল কমিয়ে আনার দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করেছিলেন পরিবহন শ্রমিকরাগতকাল তা সহিংস রূপ নেয়এই পরিস্থিতিতে সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়এতে করে ঢাকা-মাওয়া মহাসড়ক চান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকেএ প্রসঙ্গে ইজারাদার আলম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন এই সেতুতে সরকার টোল বসাতে পারেনিগত ২২ অক্টোবর থেকে আমি টোল চালু করেছিএতে সরকার রাজস্ব আয়ের সুযোগ পাচ্ছেএখানে শাহীন চেয়ারম্যান কিংবা বিদ্যুৎ প্রতিমন্ত্রী বললেই তাদের মুখের কথায় টোল আদায় বন্ধ করব নাযান চলাচলের পর রাস্তা স্বাভাবিক হলেই টোল চালু হবে

আগেও এই সেতুতে টোল নেওয়া হতো এবং ২২ তারিখে টোলের পরিমাণ কয়েকগুণ বাড়ানো হয়-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইজারাদার আলম বলেন, আগে একটি সিন্ডিকেটের মাধ্যমে এই সেতুতে টোল আদায় করা হতোকিন্তু টোলের টাকা সিন্ডিকেটের সদস্যরা সবাই ভাগ-বাটোয়ারা করে নিতস্থানীয় নেতা থেকে শুরু করে সংসদ সদস্য ও মন্ত্রীরাও এই টাকার ভাগ পেতেনএতদিন এখান থেকে সরকার কোনো রেভিনিউ (রাজস্ব) পায়নি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুদ্ধ হয়ে ওঠেথেমে থেমে সংঘর্ষ চলতে থাকেপুলিশ গুলি করে বিক্ষুদ্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়কয়েক ঘন্টা পর উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়

শ্রমিকদের অভিযোগ, ইজারাদার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সকালে প্রথমে আন্দোলনরত শ্রমিকদের উপর হামলা করায়এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহমে ভূইয়া জানান, দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান ও ওসি তদন্ত মো. কামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যদেরকে হত্যার উদ্দেশ্যে বিআরটিএ অফিসের ভিতর আক্রমন করা হলে পুলিশ আত্মরক্ষার্থে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ও শর্টগান দিয়ে ফাঁকা গুলিবর্ষন করেআন্দোলনকারীদের হামলায় ওসি প্রশাসন ও ওসি তদন্তসহ ৩০জন পুলিশ সদস্য আহত হয়েছেএ ঘটনায় গতকাল সন্ধা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টা থেকে সেতুর দক্ষিণপ্রান্তের ইকুরিয়া এলাকায় অবস্থান নেয় ট্রাক চালক শ্রমিকরাতারা ট্রাক রেখে সড়কে বাধা সৃষ্টি করেনএতে মূহুর্তে সড়কের দুই পাশে তিব্র যানজটের সৃষ্টি হয়এভাবে সকাল ৯টা পর্যন্ত চলেসকাল সাড়ে ৯টায় সেতুর দক্ষিন প্রান্তে হাসনাবাদ এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রাক চালকরা মিছিল বের করেএক পর্যায়ে পুলিশ ও ইজারাদারের লোকজন তাদের বাধা দেয়এতে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাধেপুলিশ আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে মারধর করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেপুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে প্রায় ১ঘন্টা ধাওয়া-পাল্টা চলতে থাকেপুলিশ এক পর্যায়ে পিছু হটে ইকুরিয়া বিআরটিএ অফিসের ভিতর ঢুকে পড়েএতে আন্দোলনকারীদের সাথে উত্তেজিত জনতা একত্রিত হয়ে পুলিশের উপর বৃষ্টিরমতো ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেএসময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট ও শর্টগানের গুলি বর্ষন করলে সোহেল নামের এক শ্রমিক পেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়এই ঘটনায় আরো ১০জন গুলিবিদ্ধ হয়গুলিবিদ্ধ অবস্থায় আহত আকাশ ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আল-আমিন, তাসলিমা, মানিকসহ ৫জনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইকুরিয়া জেনারেল হাসাপাতালে বাকী ৩জনকে ভর্তি করা হয়েছেঘটনাস্থলে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার খবর পেয়ে গতকাল দুপুরে ঘটনাস্থলে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যানএসময় আন্দোলনকারীদের সেতুতে টোল মুক্ত করার ঘোষনা দিলে আন্দোলনকারীরা শান্ত হয়পরে দুপুর ২টা থেকে সেতু দিয়ে টোল মুক্ত অবস্থায় যান চলাচল স্বাভাবিক হয়
নিহত সোহেলের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানায়সে হাসনাবাদ এলাকায় একটি মোটর গ্যারেজে কাজ করতোআহতদের মধ্যে পথচারী মহিলা, এক বৃদ্ধ ভিক্ষুক ও এক প্রতিবন্ধী যুবক রয়েছেন

আমাদের কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, দক্ষিন কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই শ্রীবাস জানান, নিহত সোহেলের লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছেগুলিবিদ্ধরা হচ্ছেন, আল আমিন (২৫), মো. মানিক (৩০), তাসলিমা বেগম (৩৫), মো. সিদ্দিক (৩৫), মো. আকাশ (৩৬), মো. মাসুদ (৩২), মো. লাইজুল ইসলাম (৪৩), মো. সাজু (৫৫), মো. বাক্কু মিয়া (৪৫), অজ্ঞাতনামা এক ভিক্ষুক (৬০) ও এক প্রতিবন্দী যুবক

সুমন নামে এক সিএনজি অটোনিকশা চালক দৈনিক ইনকিলাবকে বলেন, আলম শিপিং লিমিটেডের নামে একটি প্রতিষ্ঠান ইজারা নিয়ে সেতুতে চলাচলকারী সকল যানবাহনের অতিরিক্ত টোল আদায় করছেআমরা এখন সেতুতে টোলমুক্ত করার দাবীতে সকালে মিছিল বের করিএতে পুলিশ আমাদের বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ বাধেএসময় পুলিশ মিছিলকারীদের লক্ষ করে গুলি বর্ষন করলে সোহেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং আরো ১০জন গুলিবিদ্ধ হয়

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান দৈনিক ইনকিলাবকে বলেন, শ্রমিকদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়পুলিশের গাড়ি ভাঙচুর করেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি কক্ষে পুলিশ আশ্রয় নিতে গেলে সেখানেও শ্রমিকেরা হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করেসংঘর্ষের ঘটনায় ৫০ জন পুলিশ আহত হয়েছেপুলিশ সেখানে ফাঁকা গুলি ছুড়েছে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে

সরকারি নিয়ম মেনেই টোল আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন ইজারাদার এ আলম এন্টারপ্রাইজের পরিচালক মো. আলম বলেন, আমরা টোল বৃদ্ধি করিনিসরকারি নিয়মে টোল বাড়ানো হয়েছে এবং আমরা সে অনুযায়ী আদায় করছিতিনি বলেন, টাকা দিয়ে সেতু ইজারা নেয়া হয়েছেটোলমুক্ত করার দাবি অযৌক্তিকএটা মেনে নেয়া যায় না
নিহত সোহেলের শ্যালক তানজিল সাংবাদিকদের জানান, পোস্তগোলা ব্রিজে সংঘর্ষের সময় সকালে সোহেল বাড়ি থেকে বের হওয়ার পরই পুলিশের গুলিতে প্রাণ হারানতিনি হাসনাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন

সংঘর্ষে আহত বিল্লালের ভাতিজা শাহবুদ্দিন জানান, সোহেল আগে পোস্তগোলা ব্রিজের ঢালে একটি সয়াবিন তেলের (মুদি দোকানে) কাজ করতেনকোরবানি ঈদের পর তিনি গাড়ি চালানোর কাজ শুরু করেনসকালে সংঘর্ষ শুরুর সময় তিনি বাড়ি থেকে বের হনএ সময় পুলিশ বিক্ষুব্ধ হয়ে গুলি ছুড়ছিলতখন একটি গুলি সোহেলের বুকে ও পেটে এসে লাগেএতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়

বিল্লালের ভাবি নাজমা জানান, হাসনাবাদে আমরা পরিবার নিয়ে একসঙ্গে বসবাস করিসংঘর্ষের সময় বিল্লাল পাশের হোটেলে নাস্তা করছিলআমিও গন্ডগোল দেখতে আসিপাশের একটি ফার্মেসি দোকানে দাঁড়িয়েছিলামতখন সকাল ৯টা বাজেশ্রমিকদের ওপর পুলিশ যখন গুলি ছোড়ে তখন এক লোক আমাকে ঠেলে ওই ফার্মেসির ভেতরে ঢুকিয়ে দেয়কিছুক্ষণের মধ্যে অনেকেই পুলিশের গুলিতে আহত হয়সেখানে দেখি আমার দেবরও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেতখন তাকে পাশের হাসপাতালে নিয়ে যাইদিকে, গতরাতে এ রিপোর্ট লেখার সময় সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলতবে সেতু পারাপারের জন্য কোনো টোল আদায় করা হয়নিস্থানীয়রা জানান, উত্তপ্ত পরিস্থিতির কারণে টোল আদায় করতে কেউ আসেনিবিকালের পর থেকেই টোলমুক্ত সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। তথ্যঃ ইনকিলাব


শেয়ার করুন

0 facebook: