27 October 2018

দেশের আট অঞ্চলে ইসির ইভিএম মেলা আজ শুরু

ফাইল ছবি
স্বদেশবার্তা ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটযন্ত্র সম্পর্কে জনগণকে ধারণা দিতে দেশের আটটি অঞ্চলে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেলা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)আজ শনিবার খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলে এই মেলা অনুষ্ঠিত হবে

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা এসব স্থানে মেলা উদ্বোধন করবেন।  অন্যদিকে, চলতি সংসদ অধিবেশনে আরপিও সংশোধন পাস না হলে অধ্যাদেশের মাধ্যমে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটিনির্বাচন কর্মকর্তারা জানান, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়তবে শুধু নির্দিষ্ট এলাকার ভোটাররা ভোট দিতে পারবেনএই অঞ্চলগুলোতে মেলা শেষ হলে আগামী ১২ ও ১৩ নভেম্বর ঢাকায় ইভিএম মেলা করবে ইসি

এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের জন্য আরপিও সংশোধনের প্রয়োজন রয়েছেআরপিও সংশোধনের জন্য আইন মন্ত্রণালয় থেকে ভেটিং সম্পন্ন হয়ে তা এখন মন্ত্রিপরিষদে আছেএটি সংসদে পাস না হলে সংসদের অবর্তমানে অধ্যাদেশের মাধ্যমে পাস করা যেতে পারেপরবর্তী সংসদের প্রথম অধিবেশনে এটা আইনে পরিণত হতে পারেতবে যেহেতু সংসদ ২৯ তারিখ পর্যন্ত চলবে, তাই এটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশা প্রকাশ করেন তিনি

উল্লেখ্য, দেড় লাখ ইভিএম কিনতে তিন হাজার ৮২৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকারতবে সবগুলো আগামী জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে নাকারণ বিএনপিসহ বিরোধী দলগুলোর আপত্তি রয়েছে এই যন্ত্রের প্রতিতাছাড়া ইসির তেমন প্রস্তুতি ও জনবল নেইআর নির্বাচন কমিশনও সীমিত আকারে ইভিএম ব্যবহার করে ভোটারদের আস্থা বাড়ানোর পক্ষে


শেয়ার করুন

0 facebook: